সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটি মাত্র অটোয় যাত্রীর সং’খ্যা ২৭, গুনতে গুনতে অ’স্থি’র পুলিশকর্মী

রাস্তা দিয়ে রুদ্ধশ্বাসে ছুটে চলেছে একটি অটো। হঠাৎই পুলিশি ইশারায় গাড়িটি থামে। কিন্তু তারপর যা ঘটল তা দেখে আপনার চোখ কপালে উঠবেই। অটোর যাত্রী গুনতে গিয়ে দেখা গেল, অটোর ভেতরে ড্রাইভার-সহ মোট ২৭ জন ছিলেন।

সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। ছোটোবেলায় সার্কাস দেখতে গিয়ে আমরা অনেকেই দেখেছি যে একটা গাড়িতে ২০-৩০ জন জোকার উঠে খেলা দেখায়।

কিন্তু তা বলে বাস্তবে অটোর মতো ছোট্ট গাড়িতে এতজন মানুষ ওঠা কিভাবে সম্ভব? দেখছেন তো এই দুনিয়া সত্যি সত্যিই সার্কাসকে হার মানায়। ফতেপুরের বিন্দকি কোতোয়ালি এলাকার কাছে পুলিশ স্পিডগান নিয়ে যানবাহনের গতি পরীক্ষা করার সময় দেখে একটি অটো অত্যন্ত তীব্র গতিতে এগিয়ে আসছে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর পদ ছেড়ে রা’স্তা’য় রা’স্তা’য় ঘু’রে চাকরি খুঁজছেন “বেকার” বরিস জনসন

তখনই পুলিশকর্মীরা অটোটি থামান এবং অটো থেকে সবাইকে নামতে বলেন। আর সেখানেই ঘটে বিপত্তি। ওই ছোট্ট অটোতে যাত্রী র সংখ্যা দেখে পুলিশকর্মীরা রীতিমতো ঘাবড়ে যান।

তাঁরা দেখেন ঠিক একটা মিনিবাসের মতো অটো থেকে একের পর এক যাত্রী নেমেই যাচ্ছেন। সেই সংখ্যা যেন শেষ হওয়ার নয়। শিশু ও প্রাপ্তবয়স্ক সহ অটোতে ছিল মোট ২৭ জন।

পুলিশকর্মীরা তৎক্ষণাৎ অটোটিকে আটক করেন এবং অটো চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ফতেপুর থানার আধিকারিকদের তরফে।