সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ি চা’লা’নো নি’য়ে আসছে ন’য়া নিয়ম, দেখা না গেলেই গুনতে হ’বে জ’রি’মা’না

গাড়ির গায়েই এবার ফিটনেস, রেজিস্ট্রেশনের চিহ্ন থাকবে; আসছে নতুন নিয়ম। নয়া নিয়মের খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।

মোটর সাইকেলের ক্ষেত্রে, সেটি সহজেই দেখা যাবে, এমন কোনও অংশে লাগাতে হবে।

ভারী, মাঝারি এবং হালকা পণ্য বা যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে, উইন্ড স্ক্রিনের বাম দিকের উপরের কোনে এই চিহ্ন প্রদর্শিত হবে।

অটোরিকশা, ই-রিকশা, ই-কার্ট এবং কোয়াড্রসাইকেলের ক্ষেত্রে, এটি উইন্ড স্ক্রিনের বাম দিকের উপরের প্রান্তে লাগাতে হবে। এরিয়াল বোল্ড ফন্টে নীল ব্যাকগ্রাউন্ডের উপর হলুদ রঙে লিখতে হবে।