সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেকর্ড ভো’টে জিতেও হ’তে পারলেন না মন্ত্রী, উদয়ন গুহের অনুগামীরা হ’তা’শ!

কোচবিহারের দিনহাটা আসনে উপনির্বাচনে তৃণমূল নেতা উদয়ন গুহ দেড় লক্ষাধিক ভোটে জিতে গিয়েছেন। ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তার অনুরাগীরা। তবে তাদের সব আশাভরসায় জল ঢেলে দিল দল। অনুগামীরা ভেবেছিলেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী হতে পারেন উদয়ন গুহ।

তবে তাদের সেই আশা পূরণ হলো না। উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী হওয়া তো দূর, কোন মন্ত্রিত্ব জুটলো না তার কপালে। এর নেপথ্যে রয়েছে কোন কারণ? জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। হতাশ হয়েছেন তার অনুরাগীরা। তবে উদয়ন গুহ মন্ত্রিত্ব না পাওয়াতে কার্যত দলে তার বিরোধিরা বেজায় খুশি হয়েছেন।

উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের পর 16 জন নতুন মুখসহ 43 জন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। উত্তরবঙ্গের দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছেন। এবার নির্বাচনে মাত্র 57 ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছিলেন উদয়ন গুহ।

নিশীথ প্রামানিক বিধায়ক পদ ছেড়ে দিলে ফের উপ নির্বাচন হয় দিনহাটাতে। এবার এই উপনির্বাচনে 1 লাখ 64 হাজার উনআশি ভোটে জয়ী হয়েছেন উদয়ন। তবুও তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো না। এই নিয়ে রাজ্য রাজনীতিতে অনেক জল্পনা চললেও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই দলে শেষ কথা।