Home অফবিট গলায় মাছের কাঁ’টা ফেঁ’সে গিয়েছে? সহজেই না’মি’য়ে ফেলুন, রইলো টো’ট’কা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গলায় মাছের কাঁ’টা ফেঁ’সে গিয়েছে? সহজেই না’মি’য়ে ফেলুন, রইলো টো’ট’কা

‘মাছে-ভাতে বাঙালি’ এই কথাটি আমরা সবাই জানি। মাছ ছাড়া বাঙালির আহার যেন এক বেলাও সম্পূর্ণ হয় না। তবে মাছ খাওয়ার সময় ছোট-বড় সবারই দুর্ঘটনাবশত গলায় কাঁটা আটকে যাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সবাই কমবেশি পড়েছেন।

তবে ততক্ষণাৎ করণীয় সম্পর্কে অনেকেই জানেন না।কখনো আবার ওঝা-কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁকের মতো অপচিকিৎসার দ্বারস্থ হয়ে থাকেন অনেকেই। গলায় মাছের কাঁটা আটকে যাওয়া খুবই কষ্টকর। জেনে নিন গলা থেকে কাঁটা নামানোর সহজ উপায়গুলি কী কী।

১। গলায় কাঁটা আটকালে শুধু জল খাবেন না। হালকা গরম জলের সঙ্গে অল্প নুন মিশিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি নেমে যাবে।

আরো পড়ুন: সামরিক খা’তে ব্যয়ের নিরিখে বিশ্বের তৃতীয় স্থা’নে ভারত

২। গলায় কাঁটা আটকালে অনেকেই ভাত খেয়ে নামাতে চান। তা না করে, ভাতের ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর জল দিয়ে গিলে ফেলুন। চিবিয়ে খেলে কাঁটা নামবে না। জল দিয়ে গিলে ফেলাই সেরা উপায়।

৩। গলার কাঁটা নামানোর আরও একটি সহজ উপায় হল কলা খাওয়া। কলা খেলে কাঁটা খুব সহজে নেমে যায়।
মাছের কাঁটা গলিয়ে দিতে পারে লেবু। লেবুতে নুন মাখিয়ে চুষে চুষে সেই রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

৪। জলের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে খান। তাতেও লেবু জল খাওয়ার মতো কাজ হতে পারে। কাঁটা গলে নেমে যেতে পারে।

আরো পড়ুন: একাধিক নারীর স’ঙ্গে স’ম্প’র্ক! বি’য়ে ভা’ঙ’লো হিরো আলমের

৫। গলার কাঁটা নামানোর আর একটি সহজ রাস্তা হল কিছুটা অলিভ অয়েল খাওয়া। কিছুটা কাঁচা অলিভ অয়েল নিন। তাতে কাঁটা নেমে যাবে।

৬। মজার কথা, গলায় কাঁটা নামানোর আর এক সহজ পদ্ধতি হচ্ছে কোকাকোলা খাওয়া। এক গ্লাস কোকাোলা জাতীয় পানীয় খান। তাহলেই নেমে যাবে কাঁটা।