সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Sprite আর সবুজ বোতলে না, এবার সাদা বোতলে মি’ল’বে এই পানীয়

প্রায় সাত বছর পর স্প্রাইট এর বোতল সবুজ থেকে সাদা করা সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এতদিনে বাজারে স্প্রাইটের সবুজ বোতল বিক্রি হয়েছে। বাজারে এই ঠান্ডা পানিয়ের বেশ চাহিদা রয়েছে।

এবার স্প্রাইট এর প্যারেন্ট সংস্থা কোকাকোলা দাবি করেছে পহেলা আগস্ট থেকে নতুন বোতলটি মার্কেটে চলে আসবে। কেন এমন রং পরিবর্তনের সিদ্ধান্ত নিল সংস্থা? কোকাকোলার তরফ থেকে জানানো হয়েছে প্লাস্টিক প্যাকেজিং এর জন্য একটি সার্কুলার ইকোনমি সাপোর্ট করতে এই ব্যবস্থা আনা হচ্ছে।

বর্তমানে যে সবুজ প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় তা কার্পেট এবং পোশাকের মতো একক ব্যবহারের আইটেমগুলিতে রূপান্তরিত হচ্ছে। নতুন বোতলের জন্য সবুজ প্লাস্টিকের পরিবর্তে স্বচ্ছ এবং পরিষ্কার প্লাস্টিক ব্যবহার হবে।

আরো পড়ুন: টা’কা সরানোর জন্য নয়, পার্থর বাগানবাড়িতে চু’রি’র উদ্দেশ্যেই গিয়েছিল দু’ষ্কৃ’তী’রা: ED

এই প্লাস্টিক আবার ব্যবহার করা যাবে। বুধবার একটি বিবৃতিতে একটি পুনর ব্যবহারকারী সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন পুনর্ব্যবহার করা হলে পরিষ্কার স্প্রাইট বোতলগুলিকে পুনরায় তৈরি করা যেতে পারে যা প্লাস্টিকের জন্য একটি ভালো অর্থনীতি চালাতে সাহায্য করবে।

স্প্রাইট এর ক্যান এবং প্যাকেজিং গ্রাফিক্স সবুজ থাকবে বলে জানানো হয়েছে। কেবল এর লোগো পরিবর্তিত হবে বলে জানানো হয়েছে। লেমন লাইন সফট ড্রিঙ্ক ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চালু হয়েছিল। তারপর থেকে সবুজ রঙের প্যাকেজিং ব্যবহার করা হয়েছে এই পানিয় বিক্রি করার ক্ষেত্রে। এবার তা বদলে যেতে চলেছে।