সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলের খাবারের দা’ম কি বৃ’দ্ধি করতে চলেছে IRCTC?

ভারতের মতো একটি উন্নতশীল বিশাল দেশে স্বল্প মূল্যে দীর্ঘ পথ যাত্রার জন্য বহু মানুষই রেলের উপর নির্ভরশীল।ট্রেন সংক্রান্ত যে কোনও ছোট-বড় খবর সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে। ভারতীয় রেলকে বলা হয় ১৩০ কোটি মানুষের লাইফলাইন। যা দশকের পর দশক ধরে সেবা দিয়ে আসছে দেশের নাগরিকদের।অনেকক্ষেত্রেই ট্রেনের মাধ্যমে দীর্ঘ যাত্রা করে থাকেন যাত্রীরা।

আইআরসিটিসির(IRCTC) হাতেই থাকে যাত্রীদের খাবারে দায়িত্ব। মঙ্গলবার রেল সংক্রান্ত বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়। এগুলিতে দাবি করা হয়, ট্রেনে খাবারের দাম বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে IRCTC ও একটি বিবৃতি জারি করে জানিয়ে দেয় যে ট্রেনের স্ট্যান্ডার্ড মেনুর দামে কোনও পরিবর্তন করা হয়নি।

সাধারণ রেলযাত্রীদের উপরে দাম বৃদ্ধির কোনও প্রভাব পড়ছে না। ট্রেনের প্যান্ট্রি কারের সাধারণ খাবারের দামে কোনও পরিবর্তন হয়নি। সূত্রে খবর,IRCTC-এর প্যান্ট্রি কারের খাবারের নির্দিষ্ট মেনুর বাইরেও প্রায় 70রকমের খাবার পাওয়া যায় যা A-La-Carte মেনুর অন্তর্ভুক্ত।এই খাবার গুলির দাম কিছুটা বাড়ানো হয়েছে।

আরো খবর: TRAI ক্ষে’পে লাল! ১০ সংখ্যার নম্বর আগামী ৩০ দিনের মধ্যে ব’ন্ধ করা হবে

নতুন মূল্য তালিক অনুযায়ী 2টি চাপাটির দাম রয়েছে 20 টাকা, টমেটো সস্ সহ 2টি কচুরির দাম রয়েছে 20 টাকা, 100 গ্রাম ইডলি ও 40 গ্রাম চাটনির দাম রয়েছে 20 টাকা, সিঙাড়ার দাম রয়েছে 10 টাকা, দই বড়ার দাম রয়েছে 15 টাকা, 100 গ্রাম ধোকলার দাম 30 টাকা, 150 গ্রাম পোহার দাম রয়েছে 30 টাকা।

সেদ্ধ ডিমের দাম রয়েছে 15 টাকা, চিকেন স্যান্ডউইচের দাম রয়েছে 25 টাকা, ফিশ কাটলেটের দাম রয়েছে 50 টাকা, 100 গ্রাম চিকেনের সঙ্গে 125 গ্রাম কারির দাম রয়েছে 100 টাকা।