সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TRAI ক্ষে’পে লাল! ১০ সংখ্যার নম্বর আগামী ৩০ দিনের মধ্যে ব’ন্ধ করা হবে

খুব দরকারি কোনও কাজের মাঝে হঠাৎই বেজে উঠল ফোন। অচেনা নম্বর দেখে ফোন রিসিভ করে শুনলেন কোনও সংস্থা আপনাকে ক্রেডিট কার্ড বা অন্য কোনো প্রোডাক্ট দিতে আগ্রহী।এই কল গুলি অনেকক্ষেত্রে বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়। এই কল গুলিকে ‘স্প্যাম কল’ বলা হয়।

এর থেকে মুক্তি দিতে TRAI নিয়ে এলো এক নতুন নিয়ম। TRAI একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে যে আগামী 30 দিনের মধ্যেই টেলিমার্কেটিং সংস্থাগুলিকে 10 সংখ্যার প্রচারমূলক নম্বর থেকে কল করা এবং বার্তা প্রেরণ করা বন্ধ করতে হবে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) হল একটি নিয়ন্ত্রক সংস্থা যা 1997 সালে ভারত সরকারের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট-এর ধারা 3 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছে।

আরো খবর: রাজ্যের সরকারি সম্পত্তি ভা’ঙ’চুর করলে অভিযুক্তের সম্পত্তিও বা’জে’য়া’প্ত করা হবে, পাশ হলো বিল

এটি ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরের নিয়ন্ত্রক সংস্থা। এবার টেলিমার্কেটিং সংস্থাগুলির অনিয়ন্ত্রিত ফোন কলের উপর লাগাম টানতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI নতুন নিয়ম চালু করতে চলেছে।

সাধারণ মানুষকে ফোন করতে এবার থেকে 10 সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে না সংস্থাগুলি, ফলে নাম্বারটি দেখেই রিসিভার ব্যাক্তিটি বুঝতে পারবেন যে এটি কোনো টেলিমার্কেটিং সংস্থার কল।