সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা সরানোর জন্য নয়, পার্থর বাগানবাড়িতে চু’রি’র উদ্দেশ্যেই গিয়েছিল দু’ষ্কৃ’তী’রা: ED

শাসক দলের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এর বাড়ি থেকে একের পর এক টাকার পাহাড় সামনে আসছে যার কারণেই রাজ্যরাজনীতি এখন দারুণ শোরগোল পরে গেছে।

ইতিমধ্যেই প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে। ইডি এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে, তবে ইডির লক্ষ্য শুধু অর্পিতার ফ্ল্যাট নয়, পার্থ চট্টোপাধ্যায় এর বিভিন্ন ফ্ল্যাট বাড়ির দিকেও।

তবে কিছুদিন আগেই যখন ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল, তখনই শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে নাকি চুরি হয়। তবে এই ঘটনা সামনে আসতেই অনেকেই অনেক কথা বলতে শুরু করে।

আরো পড়ুন: বাবা পান বিক্রেতা, ভারোত্তলোকে চো’ট পেয়ে সোনা আ’না হলো না, পেলেন রুপো

অনেকেই মনে করে আসলে চুরির জন্য না , টাকা সরানোর জন্যই পার্থর বাড়িতে হানা দেয় পার্থ চট্টোপাধ্যায়ের লোকেরা। তবে সবার সমস্ত কথা উপেক্ষা করে, ইডি জানিয়েছে টাকা সরানোর জন্য নয় আসলে চুরি করার উদ্দেশ্য নিয়েই চোরেরা এসেছিল।

কারণ হিসেবে তারা জানিয়েছে গত বুধবার পাঁচিল টপকে যে চারজন প্রবেশ করেছিল, তাদের টাকা সরানোর উদ্দেশ্য থাকলে তালা খুলেই তারা এই কাজ করতে পারত।

আসলে প্রত্যেকেই শুনেছে অর্পিতার বাড়ি থেকে ইতিমধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই লোভেই যদি পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতেও কিছু পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তাদের শ্রেফ উদ্দেশ্য চুলো চুরি করা।

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে বারুইপুরের সেই বাগানবাড়ির বর্তমান মূল্য এখন, আড়াই থেকে তিন কোটি টাকা হবে। যেটা তার মেয়ের নামে ও স্হানীয় একজন নেতা আবু তাহের সর্দারের নামে যৌথভাবে রয়েছে।