সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনের আবেদনে সা’ড়া দি’লো ভারত, বড়ো সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

এবার ইউক্রেনকে সাহায্য করবে ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ওষুধপত্র সহ মানবিক সহায়তা পাঠাবে ভারত। এ কথা জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

একইসঙ্গে বিদেশমন্ত্রক জানিয়েছেন, পড়ুয়া সহ ইউক্রেনে এখনও যে ভারতীয়রা আটকে পড়ে রয়েছেন, তাঁদের ফেরাতে বিশেষ দূত হিসেবে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যাবেন চার কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যাবেন রোমানিয়া। কিরেন রিজিজু স্লোভাক প্রজাতন্ত্র, হরদীপ পুরী হাঙ্গেরি ও ভিকে সিংহ পোল্যান্ডে যাবেন।

ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসার প্রক্রিয়ার তদারকি ও সমন্বয় সাধন করবেন এই চার কেন্দ্রীয় মন্ত্রী। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা জানিয়েছেন।

আজ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পঞ্চম দিনে পৌঁছল। দুইপক্ষ বেলারুশ সীমান্তে যুদ্ধ বিরতি বৈঠকে বসার জন্য প্রস্তুত হয়েছে। তবে হামলা জারি রেখেছে রাশিয়া।

গতকাল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করে রাশিয়ার সেনা। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটায় রাশিয়ার সৈন্যবাহিনী।