সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপির থেকে মু’ক্তি পেলে ৪৭-এর থেকে ব’ড়ো স্বাধীনতা হ’বে: মেহবুবা মুফতি

এবার সরাসরি বিজেপিকে আক্রমণ করে বসলেন পিডিপি নেত্রী তথা জম্বু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। 2022 এর উত্তর প্রদেশ নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে মেহেবুবা বলেন জনগণের জন্য বিজেপির থেকে মুক্ত হওয়ার মতো সবথেকে সুবর্ণ সুযোগ এটি। যদি বিজেপির হাত থেকে জনগণ মুক্ত হয় তাহলে এটি 1947 সালে অর্জিত স্বাধীনতার থেকেও বড় হবে বলে মন্তব্য করেছেন মেহেবুবা।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি বাবর এবং ওরঙ্গজেবের কথা বলে বিজেপি। এর থেকেই বুঝে নেওয়া যায় ইউপির মানুষকে দেওয়ার এবং বলার মত কিছুই নেই বিজেপির কাছে। তাহলে আজ এত দরিদ্র থাকতেন না, বাদলে হাসপাতাল থাকত মানুষের কাছে চাকরি থাকত এবং করোনাতে কখনো মানুষের লাশ গঙ্গাতে ফেলতে হতো না। তিনি আরো বলেন 70 বছর আগে ভারতবাসী ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল। বিজেপি থেকে মুক্ত হওয়ার বড় সুযোগ এখন রয়েছে।

তাই আসন্ন নির্বাচনে বিজেপি থেকে মুক্ত হওয়ার জন্য বার্তা দিয়েছেন তিনি। তার দাবি স্বাধীনতার চেয়েও বড় স্বাধীনতা হবে যদি মানুষ বিজেপি থেকে মুক্ত হন। কারণ তারা দেশকে ভাঙতে চাইছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানে দেশকে বিভক্ত করে ফেলতে চাইছে বিজেপি। সোমবার পিডিপির উপজাতীয় যুব সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মেহেবুবা মুফতি এই কথা বলেছেন।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের দাঙ্গা, চুরাশির দাঙ্গা মনে করিয়ে দিয়েছেন। বিজেপি মানুষকে কোনো-না-কোনোভাবে হয়রান করতেই থাকে বলে অভিযোগ করেছেন মেহবুবা। তিনি বলেন শিখদের খালিস্তানি বলা হয়। মুসলিমদের পাকিস্থানে যেতে বলা হয়। ইউপিতে শুধুমাত্র মন্দির মসজিদের কথাই বলা হয়। উন্নয়নের কথা বলে না বিজেপি।