সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবা পান বিক্রেতা, ভারোত্তলোকে চো’ট পেয়ে সোনা আ’না হলো না, পেলেন রুপো

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম কমনওয়েলথ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রের সংকেত সরগর। ভারততলন বিভাগে ১১৩ কেজি ভার উত্তোলন করেছিলেন তিনি।

তবে ক্লিন এবং জার্ক বিভাগে তিনি তার স্থান ধরে রাখতে পারলেন না। তবে দেশের হয়ে তিনি রুপোর পদক এনেছেন। ট্রেন এবং যার বিভাগে প্রথম চেষ্টায় ১৩২ কেজি তুলতে পারলেও দ্বিতীয়বার ১৩৯ কেজি ভার তুলতে গিয়ে তিনি হাতে চোট পান।

তবুও তিনি হার মানেননি। চোট নিয়েই তৃতীয়বার ভার তুলতে গিয়েছিলেন তিনি। তবে তিনি ব্যর্থ হন। রুপোর পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

আরো পড়ুন: দীঘা ঘুরতে গি’য়ে বিপত্তি, পোকার কা’ম’ড়ে অসুস্থ পর্যটক

মহারাষ্ট্রের সাংলী জেলায় ভার উত্তলন একটি অত্যন্ত পরিচিত খেলা। এখানে ছোটরা ভার উত্তলন করে থাকে। সংকেতের বাবা পেশায় একজন পান ব্যবসায়ী। ২২ বছর এর সংকেত ছোটবেলা থেকেই এই বিভাগে অনুশীলন চালিয়ে আসছিল।

১৩ বছর বয়স থেকেই সে নিজেকে প্রস্তুত করছিল।২০২০ সালের সিনিয়রদের জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল সে। ২০২০ সালের খেলো ইন্ডিয়া গেমসেও সোনা পেয়েছিল সংকেত। তিনবারের জাতীয় সেরা হয়েছে সে। কমনওয়েলথ গেমসে রূপো পেয়েই ফিরে আসতে হল তাকে।