সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছুটি কা’টা’তে গি’য়ে আবাসিক হোটেলে উ’ঠে এই সব কা’জ করবেন না!

আমাদের কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে বের হতেই হয়, আর বাড়ির বাইরে বেরোলেই আমাদের রাত কাটাবার একমাত্র ভরসা হোটেল। সেটা দামি হোক কিংবা কম দামি, এইসব আবাসিক হোটেলের রাত কাটানোর যতটা সুবিধাজনক ততটাই অসুবিধার। তাই আমাদের আগের থেকেই সমস্ত কিছু জেনে নেওয়া দরকার। আমাদের ছোট্ট ভুল অনেক বেশি ক্ষতিপূরণের সম্মুখীন করে তুলতে পারে, আজ্ঞে হ্যাঁ সম্প্রতি স্মার্ট আর ট্রাভেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাধারণ মানুষের এই সমস্ত ভুলের কথা। আবাসিক হোটেলে থাকার সময় কখনই করা যাবেনা এই সমস্ত ভুল অজান্তে।

মূল্যবান জিনিসপত্র অনেকেই হোটেলরুমের গোপনীয় কোনো একটি জায়গায় রেখে দেন। এটি চরম ভুল। হোটেলরুম থেকে চুরি করতে যারা ওস্তাদ, তারা কিন্তু ওই সব ‘গোপন’ জায়গার হদিস আপনার চেয়ে ভালো জানে! তাই এই ভুল কখনই করা যাবে না , আপনি দরকার পরলে কর্তৃপক্ষের নির্দিষ্ট লকারে রেখে দিন সবকিছু, তাও সুরক্ষিত থাকবে আপনার জিনিস।

যত বিলাসবহুল কক্ষই হোক আর সুসসজ্জিত বিছানা হোক, তখনি বলে ছারপোকা কিন্তু নিজের জায়গা ঠিকই দখল করে নিতে জানে , কাজেই এ ব্যাপারে ভালোমতো তল্লাশি চালান, ছারপোকার সামান্য আনাগোনা দেখলেই সবকিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করুন। কারণ, এই ছারপোকা যদি একবার আপনার সাথে আপনার বাড়ি গিয়ে পৌছায় তাহলে , আপনার সাথে আপনার বাড়ির লোকের ঘুমও মাথায় উঠবে।

যেমন পানীয়ই খান না কেন, সেটি হোটেলের মিনিবার থেকে খেতে যাবেন না। কারণ, সাধারণত হোটেলের এইসব মিনিবারে সবকিছুর দাম হয় আকাশ ছোঁয়া। তাই দরকার পরলে বাইরে থেকে কিনে খান, তাও হিসেব করে দেখবেন হোটেলের থেকে কমই পরবে। যেখানে সেখানে বা চেক-ইনের সময় আপনার হোটেলের রুম নম্বরটি নিজে উচ্চারণ করবেন না, শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটা মাথায় রাখা জরুরি। বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা মুখিয়ে থাকে এইসবের জন্য। তাই এই সব ছোট ছোট জিনিস মাথায় রাখাটা জরুরি।

দরজা লাগিয়ে দিলেই কিন্তু হলো না। যতক্ষণ না ‘ডু নট ডিস্টার্ব’ সাইন বাইরে ঝুলিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে শান্তিতে থাকতে দেবে না মানুষ জন। কথাটা কিন্তু সত্যি, দেখবেন বিভিন্ন উটকো ঝামেলা লেগেই থাকবে আপনাদের রুমে। তাই শুধু দরজা বন্ধ নয় সাথে অবশ্যই থাকতে হবে ডু নট ডিস্টার্ব এর সাইন। আরেকটি জিনিস যেটা এই সময়ে না বললেই নয়, কত জায়গার মানুষ একটি রুমে এসে থাকে, কতকিছু ধরে। তাই সাবধানে ওরা হবেনা ,সাবধান আপনাকে হতে হবে‌ । যেকোনো কিছু হুট করেই ধরবেন না , দরকার পরলে সেই জিনিস খুব দরকার হলে স্যানিটাইজ করে নিন।