সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুব গরম পড়েছে, গরমে কি স্নান ক’র’তে এসেছিলো ওরা! BJP-র বি’ক্ষো’ভ মিছিলকে ক’টা’ক্ষ ব্রাত্যর

মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিকাশ ভবনের সামনে যুব মোর্চার আন্দোলনকে ঘিরে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করলে জলকামান দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করা হয়।

রাজ্য সরকার যখন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন করে নিয়োগের প্র্রক্রিয়া শুরু করেছে, তখন বিজেপি যুব মোর্চার বিক্ষোভ প্রদর্শনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিজেপিকে নিশানা করে জানান, খুব গরম পড়েছে। ওরা কি গরমে স্নান করতে এসেছিল।

‌যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলার ছেলেমেয়েদের চাকরি দেওয়ার তোড়জোড় চলছে, তখন এতদিন বাদে বিজেপি মিছিল, আন্দোলন করছে।

আরো পড়ুন: Summer Anthem: তী’ব্র গরমে মু’খ দিয়ে গান বে’রি’য়ে এলো গায়কের, ভিডিও কিছুটা স্বস্তি দি’তে পা’রে আপনাকে

বিজেপি তাহলে কী চায় না, নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। যখন রাজ্য সরকার চাকরি প্রক্রিয়া শুরু করছে, তখন যেনতেন প্রকারে তা বন্ধ করার চেষ্টা চলছে।

তার অভিযোগ, ব্যাপন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যারা তাঁরা এখানে আন্দোলন করতে এসেছে। এই কথা বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, ওদের এখানে আসার মানে কী। মনে হয়, প্রচণ্ড গ্রীষ্মে স্নান করতে এলেন নাকি, জানি না।