সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অগ্নিপথ: অগ্নিবীরদের জন্য ভা’লো খবর, অবসরের পর কা’জে’র সু’যো’গ করে দে’বে রেল!

অগ্নিবীর দের একের পর এক সুযোগ দিতে চলেছে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে প্রতিনিয়ত। এবার ভারতীয় রেল এক দারুণ সুযোগ দিতে চলেছে অগ্নিবী্রেদের।

এই অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকে দেশে কি ধরনের তান্ডব হয়ে চলেছে সেটা নতুন করে বলার কিছুই নেই। ৪ বছরের জন্য অগ্নিবীর দের নিযুক্ত করা হবে, যার কারণেই ক্ষুব্ধ হয়েছে দেশের যুব সমাজ।

কিন্তু এই অগ্নিবীর দের অনেক সুবিধাই দেবে কেন্দ্র। এবার ভারতীয় রেলের তরফ থেকে বলেছে, সরকারের নিয়ম অনুযায়ী এই বছর নিয়োগ করা হবে ৪০ হাজার অগ্নিবীর। যেখানে ২৫ শতাংশ অগ্নিবীর দের রাখা হবে সেনাবাহিনীতে।

আরো পড়ুন: পরেশ কন্যা অঙ্কিতা এখন কো’থা’য়? কি করছেন তিনি? যা বললেন ভাই হীরক

তবে বাকি ৩০ হাজার অগ্নিবীরদের অবসর দেওয়া হবে, কিন্তু তারা অবসরের পর কি করবে তাঁর জন্যই রেলের এই সুযোগ। তারা তাঁদের কর্মসংস্থানের সুযোগ দেবে বলে জানিয়েছে।

রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ষ্টেশন গুলোতে স্টল বরাদ্দ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এতে তাঁদের কর্ম সংস্থান হবে। এখনও শিলমোহর দেওয়া হয় নি।

তবে রেল মন্ত্রী অশ্বনী বৈষ্ণবের সিলমোহর পরলেই নীতিমালার কাজ শুরু হয়ে যাবে। এখানেই শেষ নয়, অগ্নিবীরদের জন্য এক ষ্টেশন এক পণ্য প্রকল্পের আওতায় ক্যাটারিং স্টল ছাড়া আরও বিভিন্ন বহুমুখী কিছু বরাদ্দ করা হবে বলে জানা গেছে।।