সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমার কথা অ’র্ধে’ক বোঝা যায় বলে অ’র্ধে’ক লোক আমার সিনেমা দেখে, নিজেকেই ট্রো’ল করলেন দেব

খুব শীঘ্রই মুক্তি পাবে দেব এবং প্রসেনজিৎ অভিনীত ছবি কাছের মানুষ। ইতিমধ্যেই এই ছবির প্রচার শুরু করে দিয়েছেন তারকারা। স্ট্যান্ড আপ কমেডির সহায়তা নিয়ে তারা প্রচার অভিযান চালাচ্ছেন কলকাতা শহর জুড়ে। দেব প্রসেনজিৎ যেমন এর আগে নিজের তিনটে বিয়ে নিয়ে মশকরা করেছিলেন। এবার দেবও নিজেকে নিয়েই মশকরা করলেন।

দেবের উচ্চারণজনিত সমস্যা নিয়ে বহুবার তাকে নিয়ে ট্রোল করা হয়েছে। তিনি তার বক্তব্যে বলেছেন সৃজিত মুখার্জি তাকে ফোন করে বলেন তিনি তার জন্য একটা স্ক্রিপ লিখেছেন যেখানে তার কোন ডায়লগ থাকছে না।

এরপরেই তিনি বলেন তাকে নিয়ে একটি সার্ভে করে বলা হয়েছিল তার কথা অর্ধেক বোঝা যায় বলে লোকে অর্ধেক সিনেমা দেখেন! এরপর তিনি বলেছেন এত পরিশ্রম করার পরও যখন এরকম শুনতে হয় তখন তার মনে কষ্ট হয়।

আরো পড়ুন: নতুন iPhone বি’ক্রি হ’চ্ছে মাত্র ১২ টা’কা’য়! ফ্লিপকার্ট-র সে’ল হা’ত’ছা’ড়া করবেন না একদম

তবে এখন তিনি এটাই মেনে নিয়েছেন। তিনি বুঝে গিয়েছেন যে যত সফল তাকে নিয়ে তত ট্রোল হবে। ছবির প্রচারে এসে তিনি এও বলেন যে আগে তিনি ছিলেন মহানায়ক আর এখন হয়েছেন বঙ্গভূষণ। দেখুন দেবের সেই ভাইরাল ভিডিও এই প্রতিবেদন থেকে।