সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছুটির দি’ন নিয়ে ব’ড়ো ঘোষণা, এই তারিখে ব’ন্ধ থাকবে স’ব সরকারি অফিস, জানুন বিস্তারিত

উৎসবের মুহুর্তে ছুটিতে সামান্য হেরফের করলো রাজ্য সরকার। ছট পুজোর ছুটি হিসেবে প্রথমে 9 এবং 10ই নভেম্বর ছুটি ঘোষণা করা হলেও মুখ্যমন্ত্রী সম্প্রতি ছট পুজোর ছুটিতে পরিবর্তন এনেছেন। ছট পুজোর ছুটি 9 এবং 10 নভেম্বর থেকে বদলে 10 এবং 11 ই নভেম্বর করা হয়েছে।

সোমবার অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। ছট পূজা উপলক্ষে 10 ই নভেম্বর ছুটি থাকছে। সেই সঙ্গে বাড়তি দিন হিসেবে 11ই নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে যে ছুটি তালিকা প্রকাশ করা হয়েছিল তাদের 9 এবং 10 তারিখ সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ঘোষণা করা হয়েছিল। তবে ছুটির দিনে সামান্য পরিবর্তন আনা হলো।

চলতি বছরে আর কোন কোন দিন সরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে এক নজরে দেখে নিন। 4 ঠা নভেম্বর কালী পূজা উপলক্ষে ছুটি থাকবে। সঙ্গে কালীপুজোর জন্য বাড়তি ছুটি হিসেবে 5ই নভেম্বর ছুটি থাকবে। এছাড়াও 6 ই নভেম্বর ভাতৃদ্বিতীয়া উপলক্ষে ছুটি থাকবে। 10ই নভেম্বর ছট পুজো এবং বাড়তি ছুটি হিসেবে 11ই নভেম্বর ছুটি থাকবে। গুরু নানকের জন্ম বার্ষিকী পড়েছে 19 শে নভেম্বর। বড়দিনের ছুটি থাকবে 25 শে ডিসেম্বর।