সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘরের মা’টি খুঁড়তেই ফোঁ’স করতে করতে বে’রি’য়ে এ’লো ১৭ টি কোবরা, আ’তং’ক গ্রাম জু’ড়ে

বিগত কয়েকদিন ধরেই গোখরো সাপের উপস্থিতিতে বাড়ির সদস্যদের রাতের ঘুম উড়েছে। বনদপ্তরকে খবর দেওয়ার পরেও বেশ কিছুদিন ভয়ে ভয়েই রাত কাটাতে হয়েছে তাদের। অবশেষে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে বিষাক্ত সাপগুলিকে ওই গৃহস্থ বাড়ি থেকে বের করে আনলেন। ঘরের মাটি খুঁড়ে পরপর ১৭টি বিষাক্ত গোখরো সাপ বের করে আনলেন তারা। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ওই সাপগুলিকে।

বাড়ির সদস্যদের দাবি, গত কয়েকদিন ধরে বনদপ্তরকে বার বার ফোন করলেও তাদের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এমনকি বন দপ্তরের কর্মীদের ফোন করলেও ফোন ধরেননি তারা। এদিকে তিন দিন আগেই চারটি বিষাক্ত গোখরো সাপ নজরে পড়ে বাড়ির সদস্যদের। এরপর থেকেই তারা আতঙ্কে দিন গুণতে থাকেন। সাপের সঙ্গেই এক ঘরে রাত কাটিয়েছেন পরিবারের সদস্যরা।

এরপর শুক্রবার সকালে বন দপ্তরকে ফোন করা হলে বনদপ্তরের তরফ থেকে সাপের ছবি তুলে পাঠাতে বলা হয়। ঘরে বিষাক্ত সাপ, আর এদিকে বন দপ্তরের গড়িমসি দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুক্রবার সকালে আবার ঘরের মধ্যে সাপ ঘোরাফেরা করতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর তারা সকলেই ঘর থেকে বেরিয়ে আসেন। এদিকে গ্রামবাসীরাও আর দেরি না করে সাপ উদ্ধারের কাজে নিজেরাই নেমে পড়েন।

ঘরের মেঝে খুড়তেই এরপর একে একে ১৭টি সাপ বের হয়ে আসে। সবকটি ছিল গোখরো সাপের বাচ্চা। গ্রামবাসীদের অভিযোগ, বনদপ্তরের উদাসীন মনোভাবের কারণে গ্রামে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। বন দপ্তরের সমালোচনায় মুখর হয়েছেন গ্রামবাসীরা।