সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’জ’ব চাকরি! শুধু লজেন্স খেয়েই ৬১ লক্ষ টা’কা আয়

অনেকদিন ধরেই ভারতের চাকরির বাজার একেবারেই ভালো নয়। তাই বর্তমানে শিক্ষিত পড়ুয়ারা হন্যে হয়ে চাকরির চেষ্টা করে চলেছেন। তবুও মনের মতো চাকরি মিলছে না। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি চাকরির বিজ্ঞাপন যাতে সকলে হতবাক হয়ে গিয়েছেন।

কারণ এই চাকরিতে নাকি লজেন্স খাওয়ার জন্য প্রতি বছর বেতন দেওয়া হবে 61.14 লাখ টাকা। একটি বিখ্যাত লজেন্স কোম্পানি নিয়োগ করতে চলেছে চিফ ক্যান্ডি অফিসার। আর সেই জন্যই প্রতি বছর অনেক টাকা বেতন দেওয়া হবে। এই চাকরিই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

@candyfunhouseca নামের একটি প্রোফাইল থেকে টুইটারে সেই চাকরির পোস্ট শেয়ার করা হয়েছে। জানা গিয়েছে যে এটি একটি কানাডার লজেন্স কোম্পানি। এই কোম্পানি বিভিন্ন ধরনের লজেন্স তৈরি করেন।

আরো পড়ুন: ১২০০ বছরের পু’র’নো বাল্মীকি মন্দির পুনরুদ্ধার করার সি’দ্ধা’ন্ত পাকিস্তান প্রশাসনের

ইতিমধ্যেই তাদের লজেন্সের জনপ্রিয়তাও ব্যাপক। তারা চিফ ক্যান্ডি অফিসার পদে যাকে নিয়োগ করবেন তার জন্য প্রতি বছর বেতন স্বরূপ বরাদ্দ করেছেন 61.14 লাখ টাকা। কারণ চিফ ক্যান্ডি অফিসারের প্রধান কাজই হল লজেন্সের স্বাদ টেস্ট করা।

কিন্তু, চুক্তিস্বরূপ সেই অফিসারকে প্রতি মাসে প্রায় 3,500 পিস লজেন্স অর্থাৎ প্রতিদিন 117 টি করে লজেন্স খেতে হবে। সোশ্যাল মিডিয়ায় সেই চাকরির বিজ্ঞাপন ভাইরাল হতেই আবেদনকারীদের লাইন পড়ে গিয়েছে।


এ প্রসঙ্গে জানা যাচ্ছে শুধু বড়রা নয়, তাদের পাশাপাশি ছোটরাও সেই পদের জন্য আবেদন করেছেন। কানাডার সেই লজেন্স কোম্পানির তরফে জানা গেছে যে, ছোট বাচ্চাদের অভিভাবক বিশেষ করে মায়েরা নিজেদের সন্তানদের জন্য আবেদন করছেন।

কারণ এমন সুযোগ কি আর বারবার আসে? আপনাদের জন্য রইল ভাইরাল হওয়া সেই বিজ্ঞাপনের এক ঝলক। বর্তমানে চাকরির আকালে আপনি যদি এরকম চাকরি পান তাহলে কি করবেন! ভেবে দেখেছেন কখনও!