সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলায় জেলায় ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগের বি’জ্ঞ’প্তি, আবেদন করুন আজই

এবার বেকার যুবক-যুবতীদের জন্য একটা দারুণ সুখবর। রাজ্যের প্রতিটি জেলায় নিয়োগ করা হবে বন সহায়ক।। সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এই পদে আবেদন করবার জন্য বয়সের সময়সীমা ১৮ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে থাকবে কিছুটা ছাড়। তবে শুধুমাত্র এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

যে কোন স্কুল থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করলেই এই চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি যোগ্য হতে পারবেন।। বিভিন্ন রকম পরীক্ষায় এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে রাজ্যের এই বন সহায়কদের। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাদের নিযুক্ত করা হবে।

প্রার্থীরা যে এলাকার বাসিন্দা সেই এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে তাদের নিয়োগ করা হবে। মাস গেলে ১০ হাজার টাকা করে বেতন পাবেন তারা, তবে প্রাথমিক এক বছরের জন্য নিয়োগ করা হবে। এরপর মেয়াদ বাড়ানো যেতে পারে। অর্থাৎ অস্থায়ীভাবে নিয়োগ করা হবে এই সহায়কদের।

আবেদন করতে মূল বিজ্ঞপ্তি সঙ্গে আবেদন পত্রের ফরম্যাট ডাউনলোড করবার জন্য নানান রকম নথি প্রয়োজন। আর সেই নথি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রেরণ করতে হবে নির্দিষ্ট দপ্তরে। বন সহায়কদের কাজ মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বন জঙ্গল রয়েছে সেগুলি রক্ষা করা।

https://www.westbengalforest.gov.in/notice/Application%20Form%20for%20Bana%20Sahayak.pdf

বন বিভাগ যে কাজ করছে তা ঠিকঠাক ভাবে পালন করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখবে সহায়করা। শুধু তাই নয় অবৈধভাবে কাঠ পাচার, বন্যপ্রাণী পাচারের মতন ঘটনাও রোধ করবেন তারা।

শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত দিনের মধ্যেই পাঠাতে হবে আপনার বিস্তারিত নথি। তাহলে আর দেরি নয় বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে সবটা দেখে নিন। Http://www.westbengalforest.gov.in