সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষক-জল-শৌচাগার কিছুই নেই! স্কুলের বে’হা’ল দ’শা দেখিয়ে শিক্ষকদের রো’ষে খুদে সাংবাদিক পড়ুয়া

জল নেই, টিউবয়েলের লাইনে কলের উপরের অংশ নেই। শৌচাগারের অবস্থাও অত্যন্ত শোচনীয়। স্কুলের ছোট ছোট পড়ুয়াদের প্রয়োজনে বাইরে যেতে হয় শৌচকর্মের জন্য।

স্কুলের এমন হাল হকিকত দেখিয়ে কার্যত শিক্ষক-শিক্ষিকাদের রোষানলে পড়ে গিয়েছে এক খুদে পড়ুয়া। তার বানানো ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ঘন জঙ্গল ঘেরা স্কুল চত্বর। শ্রেণিকক্ষের মধ্যে ঠিকমতো আলো বাতাস ঢোকে না। মাথার উপর থেকে পলেস্তারা খসে পড়ছে। প্রতি মুহূর্তে যেন মাথার উপর বিপদ ঝুলছে।

আরো পড়ুন: বৃষ্টির কি খবর? দক্ষিণবঙ্গ জু’ড়ে অতি ভা’রী বর্ষণ, হবে ঝো’ড়ো হাওয়া

ঝাড়খণ্ডের রাচির একটি প্রাথমিক স্কুলের এই ভয়াবহ ছবি তুলে ধরেছে এক পড়ুয়া।তারপর থেকেই নাকি শিক্ষকরা তাকে হুমকি দিতে শুরু করেছে।


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিজেকে একজন সাংবাদিক হিসেবে রেখে আরো কয়েকজন পড়ুয়াকে প্রশ্ন করে ওই খুদে পড়ুয়া।সেখানে জানা গেল পড়ুয়া এলেও এই স্কুলে শিক্ষকদের দেখা মেলে না।

স্কুলের ঘরে গবাদি পশুদের খাবার রাখা থাকে। স্কুলের এই অবস্থা দেখে সরাসরি এসে মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছে সব শিক্ষককে যেন বরখাস্ত করা হয়। এতে শিক্ষকরা তাকে হুমকি দিলেও সে ভয় পাচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমকে।