Home রাজনীতি দা’ঙ্গা অথবা কোনো গণ্ডগোলের আ’গা’ম খবর দিলেই দেওয়া হ’বে পুরস্কার: মমতা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দা’ঙ্গা অথবা কোনো গণ্ডগোলের আ’গা’ম খবর দিলেই দেওয়া হ’বে পুরস্কার: মমতা

রবিবার শিলিগুড়ির এক প্রশাসনিক জনসভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রামপুরহাটকাণ্ডের পুনরাবৃত্তি রোখার জন্য রাজ্যের যুবকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করেন, এবার যদি কেউ আগে থেকে পুলিশকে দাঙ্গা বা গণ্ডগোলের খবর দেয় তাহলে তাদের পুরস্কার দেবে সরকার।

এদিন মমতা আরও বলেন, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এখানে ওখানে লাইন কেটে দিয়ে যেত। খাবারে রোজ আরশোলা পাওয়া যেত। সবই ষড়যন্ত্র।

তখন আমি স্থানীয় যুবকদের উদ্দেশ্যে বলেছিলাম যে এই খবর যদি কেউ আগে থেকে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে। তেমন হলে সরকারি চাকরিও দেওয়া হবে। সেই কথা কেবল মুখের কথা ছিল না। আমি আমার কথা রেখেছি, চাকরি দিয়েওছি।

আরো পড়ুন: বি’য়ে হয়েছে মা’ত্র দেড় মাস! দুই রাজমিস্ত্রির স’ঙ্গে পালালো নববধূ! তু’মু’ল চা’ঞ্চ’ল্য

এর পরই মমতা বলেন, “এখন এই পরিস্থিতিতে কোথাও কোনো গোলমাল হতে পারে বলে যদি আগাম সংকেত পান তাহলে অবশ্যই পুলিশকে জানান। তাহলে তাদের পুরস্কার দেওয়া হবে।

আর এখন তো সবার হাতেই স্মার্টফোন। তাই প্রমাণ স্বরূপ ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান।” আর সেই জন্য “দিদিকে বলো” কর্মসূচির মতো একটি কর্মসূচি আনতে চলেছে রাজ্য সরকার, যার সাহায্যে ফোন করে সরাসরি খবর দিয়ে নিজের অভিযোগ জানাতে পারবেন জনতারা।

আরো পড়ুন: জ’ঙ্গি’দে’র ই’চ্ছে করে আশ্রয় দিলে সব সম্পত্তি বা’জে’য়া’প্ত হ’বে, কাশ্মীরবাসীকে ক’ড়া বা’র্তা পুলিশের

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান, অভিযোগ জানানোর পরেও যদি কোনো পুলিশ আধিকারিক পদক্ষেপ না নেয় তাহলে তাঁর বিরুদ্ধেও সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।