সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ বছর সরস্বতী পুজোয় রয়েছে ৪ শু’ভ যো’গ! সব ই’চ্ছে পূরণ হ’বে

আগামী ২৬ শে জানুয়ারি সরস্বতী পুজো। সরস্বতী পুজো নিয়ে বাঙালির নানান আবেগ জড়িত থাকে। এই দিনকে আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে গণ্য করা হয়। সরস্বতী পুজো, ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:১২ মিনিট থেকে শুরু হয়ে চলবে ১২টা ৩৪ মিনিট পর্যন্ত। এই পাঁচ ঘন্টার মধ্যে যারা বিদ্যা দেবীর আরাধনা করতে পারবেন তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। শুধু তাই নয় বসন্ত পঞ্চমীতে রয়েছে চারটি শুভ যোগ।

বসন্ত পঞ্চমীতে স্কুল কলেজ ছাড়াও প্রতিটি ঘরে ঘরেই সরস্বতী দেবীর পূজা হয়ে থাকে। অন্যান্য দেবদেবীর পূজোর মতো সরস্বতী পূজা অত্যন্ত নিষ্ঠাভরে করতে হয়। এই পুজো রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম বিধি।এবারের সরস্বতী পূজায় যে চারটি মহাযোগ তৈরি হতে চলেছে তার প্রথমেই রয়েছে শিব যোগ।

২৬ শে জানুয়ারি রাত ৩ টে ১০ মিনিট থেকে বিকেল ৩ টে ২৯ মিনিট পর্যন্ত থাকবে এই যোগ। এই সময় যদি সরস্বতী ঠাকুরের সঙ্গে সঙ্গে মহাদেবের আরাধনা করতে পারেন তবে দ্বিগুণ ফল পাওয়া যাবে। যারা বাড়িতে শিবের আরাধনা করতে পারবেন না তারা অবশ্যই মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে আসুন। এরপরই রয়েছে সিদ্ধযোগ।

আরো খবর: বছরের শুরুতেই দাম বা’ড়’লো মারুতি সুজুকির সব মডেলের, মধ্যবিত্ত গ্রাহকরা খেলেন ধা’ক্কা

২৬ শে জানুয়ারি শিব যুগের পরেই শুরু হবে এই সিদ্ধা যোগ। সারারাত এই যোগ বজায় থাকবে যা অত্যন্ত শুভ। সর্বার্থ সিদ্ধিযোগ যা জ্যোতিষ শাস্ত্রে অন্যতম শুভ যোগ হিসেবে গণ্য করা হয়। খুব বিরল এই যোগ। ২৬শে জানুয়ারি বিকেল ছটা ৫৭ মিনিট থেকে শুরু হবে এই যোগ।

চলবে বিকেল সাতটা ১২ মিনিট পর্যন্ত। এই শুভযোগে যে কোন মাঙ্গলিক কাজ করলেই তা সফল হবে। যারা দীর্ঘদিন আর্থিক সংকটে ভুগছেন তারা গণেশ ও লক্ষীর পূজা করতে পারেন। এরপরেই রয়েছে রবিযোগ।

বসন্ত পঞ্চমীর বিকেল ৬:৫৭ মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে পরের দিন সকাল সাতটা ১২ মিনিটে। সূর্যের আশীর্বাদ এই যোগে পাওয়া যেতে পারে। কোন বহমান জলধারায় গিয়ে সূর্য মন্ত্র জপ করুন। বিশেষ ফলদায়ক হবে।