সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের শুরুতেই দাম বা’ড়’লো মারুতি সুজুকির সব মডেলের, মধ্যবিত্ত গ্রাহকরা খেলেন ধা’ক্কা

নতুন বছরে গাড়ির দাম বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক, কিন্তু এতটা সেটা কেউ কল্পনা করতে পারে নি। গতকাল সোমবার মারুতি সুজুকির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানি তাদের নতুন মডেল থেকে শুরু করে পুরোনো সব মডেলের দাম প্রায় ১ % এর বেশি বৃদ্ধি করার পরিকল্পনা করেছে।

২০২২ সালের ডিসেম্বর মাসেই কোম্পানি দাম বৃদ্ধি করার পরিকল্পনা করেছিল। আর এই দাম বৃদ্ধি যে কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম ও মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে করা হয়েছে সেটা স্পষ্ট। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, যদিও খরচ কমানোর জন্য সর্বাধিক চেষ্টা করা হচ্ছে, কিন্তু মূল্যবৃদ্ধির জন্য কিছু বিষয়কে পাস করা সম্ভব হচ্ছে না।

এই নিয়ে অবশ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মূল্য বৃদ্ধি যে মধ্যবিত্ত গ্রাহকদের ওপরে দারুন প্রভাব ফেলবে সেটা কিন্তু স্পষ্ট। বিশ্বের দুর্বল অর্থনীতি ও ক্রমাগত সুদের হার বাড়ার কারণে গাড়ির বিক্রির ওপরে এক বিরাটা প্রভাব পরতে চলেছে।

আরো খবর: বলিউড-সাউথ মি’শে একাকার! বক্স অফিসে ঝ’ড় তুলতে আ’স’ছে বিজয়-শাহরুখের ধামাকা ছ’বি

এই মূল্যবৃদ্ধি নিয়ে সংস্থার শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আসলে দাম বাড়ার সাথে সাথে গাড়ির বিক্রির ওপর একটা প্রভাব থাকবেই। কিন্তু আমরা এখনও জানি না গাড়ির দাম কতটা বৃদ্ধি পাবে?

কারণ উৎপাদনের খরচ ও বৈদেশিক মুদ্রার দামে কি পার্থক্য থাকবে সেটাড় অনিশ্চয়তা সর্বদা থেকেই যাবে। তবে গত কয়েক মাসের মধ্যে গাড়ির বাজার অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। যার কারণে ২০২৩ সালে ভারতে গাড়ির বাজার অনেকটাই ভালো হবে বলেই আশাবাদী আমরা।