সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কত তারিখ মকর সংক্রান্তি? ১৪ নাকি ১৫? জানুন পুণ্যকাল ও মু’হূ’র্ত

বিভিন্ন শহরে বিভিন্ন নামে পালন হয় মকর সংক্রান্তি। এই দিনে যে কোন মানুষকে অথবা পশু-পাখিকে দান করা ভীষণভাবে পূণ্য অর্জন করার একটি উপায়। শুধুমাত্র মকর সংক্রান্তি সময় সূর্যপুত্র শনির সঙ্গে দেখা করে। মকর সংক্রান্তি থেকে সমস্ত শুভ কাজ শুরু করা যায়। এই মকর সংক্রান্তি থেকেই ঋতুতে পরিবর্তন আসতে শুরু করে। শীতের প্রকোপ কমে যায় এবং বসন্তকাল শুরু হয়ে যায়। কিন্তু মকর সংক্রান্তি তারিখ নিয়ে অনেকেই বিভ্রান্তিতে জড়িয়ে পড়ে। তাই চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি সম্পর্কে বিস্তারিত।

মকর সংক্রান্তি মুহুর্ত (Makar Sankranti Shubh Muhurat)
১৪ জানুয়ারি পুণ্য কাল মুহুর্ত: দুপুর ২:১২ থেকে বিকেল ৫:৪৫ পর্যন্ত
মহাপুণ্য কাল মুহুর্ত: দুপুর ২:১২ থেকে ২:৩৬ পর্যন্ত।

এই উৎসবকে অনেক জায়গায় উত্তরায়ন বলা হয়। এই দিনে গঙ্গাস্নান উপবাস, ব্রত, গান এবং ভগবান সূর্যদেবের পুজোর বিশেষ কিছু তাৎপর্য আছে। এই দিনে দান করা অসামান্য ফলদায়ক বলে মনে করা হয়। শনিদেব কে আলো দান করা এই দিন ভীষণভাবে শুভ। আমাদের ভারতবর্ষের উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাব তামিলনাড়ুতে এই সময় নতুন ধান ঘরে ঢুকে। মকর সংক্রান্তিতে বেশ কিছু জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে।

অনেকেই বিশ্বাস করেন, মকর সংক্রান্তির দিন সূর্য দেবতা তার পুত্র শনিগ্রহে আসেন। যেহেতু শনি মকর এবং কুম্ভ রাশির অধিপতি। তাই বাবা এবং ছেলের এই মিলনের দিনে অন্যান্য উৎসব জড়িত। এইদিন ভগবান বিষ্ণু পৃথিবীতে অসুরদের বধ করেন এবং তাদের মাথা কেটে মান দ্বারা পরবর্তী সমাহিত করেন। তাই এই দিনকে অনেকেই বিজয় মকর সংক্রান্তি বলে মনে করেন।