সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুব শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আ’ই’ন আনতে চলেছে কেন্দ্র, জানালেন প্রহ্লাদ সিং প্যাটেল

আর হয়তো বেশী দেরি নেই, খুব শীঘ্রই আসতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন। গতকাল মঙ্গলবার রায়পুরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বললেন খুব শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে চলেছে কেন্দ্র। বেশীদিন হয়নি যখন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার জন্য।

এবার সেই কথা মতোই যেন কাজ হচ্ছে যা বোঝা গেল প্রহ্লাদ সিং প্যাটেলের কথায়। গতকাল মঙ্গলবার রায়পুরের ন্যাশানাল ইনস্টিউট অফ বায়োটেক স্ট্রেস ম্যানেজমেন্টে (ICAR) ‘গরিব কল্যাণ সম্মেলনে যোগদান করেছিলেন।

সেখানে উপস্থিত থেকেই তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, খুব শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। মোদী সরকার অনেক বড় বড় আইন নিয়ে এসেছে, এবার এই আইনও আনা হবে খুব শীঘ্রই।

আরো পড়ুন: হেরেও ভা’লো কা’জ করছে, ওকে দেখে কি’ছু শিখুন, সায়ন্তিকার প্রশংসায় পঞ্চমুখ মমতা

বেশিদিন হয়নি, গত মাসেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অভিন্ন দেওয়ানি বিধি পক্ষে সওয়াল করেন, ঠিক এরপরেই একই বিষয় নিয়ে সরব হয় মহারাষ্ট্রের নবনির্মিত সেনাপ্রধান রাজ ঠাকরে।

এর সাথেই তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, যদি দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনা হয়। পুনের একটি সভায় দাঁড়িয়ে রাজ ঠাকরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি আনুন তার সাথেই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনও আনুন। শেষে অবশ্য ঔরঙ্গাবাদ এর নাম পরিবর্তন করার কথাও বলেন তিনি, ঔরঙ্গাবাদের নাম বদলে হোক শম্ভাজিনগর।