সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে আ’ছ’ড়ে পড়বে ঘূর্ণিঝড় “মোকা”, কি বলছে হাওয়া অফিস?

তাহলে কি এবার আছড়ে পরতে চলেছে মোকা? এমন প্রশ্ন সবার মাথাতেই ঘুরে বেড়াচ্ছে। এই বিষয় নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছে, সেটার দিকে সবাই তাকিয়ে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ শনিবার বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবাত তৈরী হতে পারে।

আর সেটাই ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই নিয়ে এখনই কোনো নিশ্চয়তা দিতে পারছে না আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, যদি এই ঘূর্ণাবাত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সেটার নাম হবে মোকা।

ঘূর্ণিঝড় তৈরী হওয়ার মতো একেবারে দারুণ অনুকূল পরিবেশ রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় কোথায় কোথায় আছড়ে পরার সম্ভাবনা রয়েছে সেটা বলা মুশকিল। তবে বিভিন্ন মডেল অনুযায়ী জানা যাচ্ছে , এই ঘূর্ণিঝড় ৮-১০ তারিখ আছড়ে পরতে পারে উপকূলের রাজ্য গুলোতে।

আরো খবর: প্রতি শনিবার এই মহামন্ত্র পা’ঠ করুন, যাবতীয় দুঃখ দূ’র হবে শীঘ্রই

আগামীকাল রবিবার এই বিষয়টি স্পষ্ট হবে, তাই আজ শনিবার স্পষ্ট করে কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে সমস্ত দিকেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, যার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে।

সাথে ভ্যাপসা গরম। এদিকে দুই বর্ধমানে,মুর্শিবাদে, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এখনই কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রার হেরফের ঘটবে বলে জানা যাচ্ছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টি পাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।