সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্যাংগংয়ে চীনের বা’না’নো নয়া সেতু নিয়ে ব্যা’প’ক শোরগোল

গত বছর জুন মাসে প্যাঙ্গং হ্রদ নিয়েই ভারত-চীন সংঘর্ষ শুরু হয়েছিল, এবার সেই সংঘর্ষের আরেকটি নতুন দিক খুঁজে পেল দিল্লি। সম্প্রতি স্যাটেলাইট ভিউ এর মাধ্যমে জানা গেছে প্যাঙ্গং হ্রদ এর ওপর সেতু নির্মাণ করেছে চীন, আর সেই দেখেই উচ্চ রক্তচাপ বৃদ্ধি হল দিল্লির। আসলে একজন ভু গোয়েন্দা ডেমিয়েন সাইমন উপগ্রহ চিত্র টি নিয়ে একটি টুইট করেছেন। প্রথমদিকে কেউ আন্দাজ করতে না পারলেও, তিনি টুইটারে লিখেছেন তাদের ওপর সেতু নির্মাণ করেছে চীন সরকার।এই সেতুর দ্বারা খুব কম সময়ের মধ্যেই সীমান্তে পৌঁছে যাবে লালসেনা।

যদি দেখা যায় চীনের সীমান্তেই তৈরি করা হয়েছে সেই সেতু, কিন্তু এটা যে ভারতের উপর নতুন একটা চাপ সৃষ্টির পন্থা সেটা স্পষ্ট। ভারত ইতিমধ্যেই চীনের পরিকল্পনা বুঝতে পেরেছে ভালোমতোই। চীন চাইছে হ্রদের দুই দিক জুড়ে ফেলতে, যাতে কম সময়ের মধ্যেই সহজেই ভারী ভারী অস্ত্র সীমান্তে নিয়ে আসা যায়, ও পারাপার করা সম্ভব হয়।

সেই টুইট থেকে আরো জানা গেছে, হ্রদের একটি সংকীর্ণ অংশে এই সেতু নির্মাণ করা হয়েছে।প্রকৃত যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে তার থেকে কয়েক মিটার দূরেই তৈরি করা হয়েছে এই সেতু, মূল লক্ষ্য একটাই যাতে খুবই দ্রুত ভারি ভারি যুদ্ধের সামগ্রী নিয়ে আসা যায় এবং ব্যবহার করা যায় ভারতের বিরুদ্ধে। একই কোথায় জানিয়েছে কূটনীতিবিদরা তারা আরো জানিয়েছে, মোটকথা দুই তীরে নিজেদের কর্তৃত্ব ফলাতে ও ক্ষমতা বিস্তার করতে এই পদক্ষেপ চীনের। প্যাংগং এর উত্তর তীরে ফিঙ্গার ৮ থেকে ২০ কিমি দূরে সেতু নির্মাণ চীনের, যা ভারতের ওপর একটা অদৃশ্য চাপ। তাই এখন এর পরিপ্রেক্ষিতে ভারত কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।