সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুখ ধরে রাখতে পুজো করুন এইদিকে শুঁড়ওয়ালা গণেশ মূ’র্তি, জানুন বিভিন্ন মূ’র্তি’র বৈশিষ্ট্য

সকল দেবতার আগে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশ কে, সিদ্ধিদাতা গণেশকে কেন সকলের আগে পুজো করা হয় সেই গল্প আমরা বোধহয় সকলেই জানি। তবে এ কথা হয়তো আমরা অনেকেই জানি না যে, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুমতে দেবতা গণেশের শুঁড় এর অবস্থান নিয়েও নানা রকম বিধান রয়েছে। অনেক সময় আমরা দেখতে পাই গনেশের শুঁড় কখনো থাকে ডানদিকে কখনো আবার বাম দিকে। তবে যেসব গণেশের মূর্তি তে শুঁড় ডান দিকে থাকে, সেই মূর্তিকে শুভ বলে মনে করা হয়। এই ধরনের মূর্তি সাধারণত রাখা হয় মন্দিরে।

আবার বলা হয় বাড়িতে পুজো করার জন্য বাম দিকে শুঁড় বিশিষ্ট গণেশের মূর্তি রাখা ভালো। শিব এবং পার্বতীর মাঝখানে বসে রয়েছেন গণেশ, এই অবস্থায় যদি গনেশের শুঁড় ডানদিকে কুণ্ডলী কৃত থাকে, তাহলে মনে করা হয় যে সেই সংসারে ঔদাসীন্য বর্তমান।

আবার কোন মূর্তির শুঁড় যদি শিবের দিকে থাকে তাহলে, তিনি সিদ্ধিবিনায়ক। আর যদি মাতা পার্বতীর দিকে থাকে তাহলে তিনি মাতা পার্বতীর ভক্তদের আশীর্বাদ করেন। সেই সমস্ত গ্রহের শান্তি সমৃদ্ধি স্থায়ী হয়। তাই অনেকের মতে যে সমস্ত গণেশ এর মূর্তির বাম দিকে শুঁড় থাকে, সেই সমস্ত মূর্তি প্রতিষ্ঠা করলে সংসারে সুখ সমৃদ্ধি সর্বদা বিরাজমান হয়।