সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাষ্ট্রপতি হ’তে চে’য়ে সুপ্রিম কোর্টের দ্বা’র’স্থ পরিবেশবিদ, যা বললেন বিচারপতিরা

এক পরিবেশবিদ দেশের রাষ্ট্রপতি হতে চান। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান ওই ব্যক্তি। কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। আর কোনও উপায় না দেখে তাই এ বার রাষ্ট্রপতি হতে চেয়ে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেই ব্যক্তি।

শীর্ষ আদালত শুক্রবার সেই আবেদন খারিজও করে দিল। তবে শুধু আবেদন খারিজ করেই শান্ত হননি বিচারপতিরা। রেগে লাল হয়ে গিয়ে পরিস্কার করে জানিয়ে দেন, ভবিষ্যতে এই ধরনের কোনও আবেদন যাতে আবেদনকারী করতে না পারেন।

সুপ্রিম কোর্টের রেজিস্টারকেও সে ব্যাপারে সতর্ক করা হয় বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, শীর্ষ আদালতে ওই আবেদন করেন কিশোর জগন্নাথ সবন্ত নামে এক পরিবেশবিদ। শুক্রবারের শুনানিতে তিনি নিজেও হাজির হয়েছিলেন।

আরো পড়ুন: ঘনঘন বিদ্যুৎ বি’ভ্রা’ট, খাবারের দাম গগনচুম্বী! কোন বি’প’দে’র মু’খে বাংলাদেশ?

আদালতে জগন্নাথ দাবি করেন, গত রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে প্রার্থী হতে দেওয়া হয়নি। তাঁর এই সওয়াল শুনে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির মন্তব্য, এই আবেদন আদালতের কর্মপদ্ধতির অপব্যবহার ছাড়া কিছু নয়।