সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘনঘন বিদ্যুৎ বি’ভ্রা’ট, খাবারের দাম গগনচুম্বী! কোন বি’প’দে’র মু’খে বাংলাদেশ?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) বাংলাদেশের আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে মোটেই আশাপ্রদ নয় বলে জানিয়েছে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছে চরমে। গত 10 বছরের মধ্যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি চলতি বছরের অগাস্ট মাসে ছিল সর্বোচ্চ।

অগাস্টে প্রতিবেশী দেশটির মুদ্রাস্ফীতি দাঁড়িয়ে ছিল 9.52 শতাংশ। পরে অবশ্য 9.10 শতাংশ সেপ্টেম্বরে তা কিছুটা কমে হয়েছে। তবে এই কমতি বাংলাদেশের সাধারণ মানুষের পকেট বাঁচাতে মোটেই সক্ষম না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি বাংলাদেশের GDP বৃদ্ধি গত আর্থিক বছরের চেয়ে কমে 6 শতাংশে এসে দাঁড়াবে। তবে, অর্থনীতির চাকা যে ঘুরে দাঁড়াবে, এমন আশা আপাতত বাংলাদেশের নেই। ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরো পড়ুন: তবে কি ফের মা’দ’ক পা’চা’র করতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির দিওয়ালি পা’র্টি’তে রিয়া?

বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর মোতাবেক জানা যাচ্ছে, গত কয়েক মাসে বাংলাদেশে খাবারের দাম বেড়ে গিয়েছে মারাত্মক ভাবে। একাধিক জিনিসের দাম 30 থেকে 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরজন্য অবশ্য বিশ্ব বাজারের মন্দাকেই দায়ী করছে বাংলাদেশের অর্থনীতিবিদরা।