সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

IRCTC- থেকে বিনা টে’ন’শ’নে টিকিট কাটুন, টা’কা বাকি রাখার ব্যবস্থা করলো এই সংস্থা

দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে আমাদের প্রধান ভরসা ভারতীয় রেল। এমনকি মেট্রো সিটি গুলির যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম লোকাল ট্রেন। তাই ভারতীয় রেলকে বলা হয় ভারতবাসীদের লাইফ লাইন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে IRCTC সম্প্রতি এক নতুন উদ্যোগ নিয়েছে।

ফলে লাভবান হবেন হাজারো যাত্রী। এই উপায়ে আপনি টিকিট কাটার সময় কোন টাকা না দিয়েই, পরেই সেই টাকা শোধ করতে পারবেন। এটি অনেকটা ক্রেডিট কার্ড ব্যবহারের মত ব্যাপার।

কিন্তু কীকরে এই সুবিধা কাজে লাগাবেন?

এই সুবিধা উপভোগ করতে আপনাকে Paytm-এর মাধ্যমে টিকিট কাটতে হবে। নতুন এই পরিষেবার নাম ‘Buy Now, Pay Later’। Paytm Postpaid অপশন ব্যবহার করে টিকিট কাটলে সেই মুহূর্তে আপনাকে কোন টাকা দিতে হবেনা। তবে আগামী ৩০ দিনের মধ্যে সেই টাকা শোধ করতে হবে।

কীকরে ট্রেনের টিকিট বুক করবেন?

১. প্রথমে মোবাইল ডিভাইসে IRCTC অ্যাপে Log in করতে হবে।

২. এরপর স্টেশনের তথ্য ও যাত্রার তারিখ দিতে হবে।

৩. ট্রেন সিলেক্ট করে টিকিট বুক করতে হবে।

৪. ‘Buy Now, Pay Later’ অপশন বেছে নিন।

৫. এরপর পেটিএম পোস্টপেইড-এ ক্লিক করে পেটিএম-এ লগইন করতে হবে।

৬. এরপর মোবাইলে অথেন্টিকেশনের এসএমএস আসবে।

৭. বুকিং নিশ্চিত করতে ওটিপি পুট করতে হবে।