সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তিহাড় জেলেই ঠাঁ’য় হ’চ্ছে সুকন্যার, বাবার পাশের সেলেই কি থাকবেন মেয়ে?

বাবার মতো একই পরিণতি হতে কি চলেছে মেয়ের? আগেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। এবার তাকে পাঠানো হলো তিহার জেলে। দিল্লির রাওস এভিনিউ আদালত ঠিক যেমনভাবেই অনুব্রতকে জেলে পাঠিয়েছিল তেমনভাবেই সুকন্যাকেও পাঠিয়ে দেওয়া হল তিহার জেলে।

গরু পাচার মামলায় অভিযুক্ত সুকন্যা মন্ডল। ভার্চুয়ালি তাকে দিল্লি আদালতে হাজির করা হয়। এবার থেকে তিনি তিহার জেলেই থাকবেন। তবে ১২ দিনের জন্য তার জেল হেফাজত হয়েছে। বুধবার গরু পাচার মামলায় তাকে জেরা করার পর কথায় অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের পর শনিবার পর্যন্ত তাকে পাঠানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর হেফাজতে। আইনজীবীর সঙ্গে একবার সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয় তাকে। এদিকে ৮ মাস আগে এই একই মামলায় তার বাবাকেও গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। তার ঠিক আট মাস পর গ্রেপ্তার হলেন সুকন্যা।

আরো খবর: কিভাবে সামান্য স্কুল শিক্ষিকা থেকে দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ীর স্ত্রী হলেন? জানুন নীতা আম্বানির কা’হি’নী

এদিকে বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন অনুব্রত কন্যা কিন্তু শেষ রক্ষা হলো না তাকে যেতেই হয়েছে দিল্লিতে। তিনি তদন্তে অসহযোগিতা করছিলেন তাই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা।

সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় একাধিক কথা এড়িয়ে গিয়েছিলেন। ১৬ কোটি টাকার ফিক্স ডিপোজিট বিঘা বিঘা জমি কোথা থেকে এসেছে এতকিছু প্রশ্ন করা হয় তাকে।

কিন্তু কোন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি অনুব্রত কন্যা। অনেকেই মনে করেছিলেন এবার হয়তো জেলেই ঠাই হবে তার ঠিক সেই মতোই ১২ দিনের জন্য তাকে পাঠানো হলো তিহার জেলে।