সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে সামান্য স্কুল শিক্ষিকা থেকে দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ীর স্ত্রী হলেন? জানুন নীতা আম্বানির কা’হি’নী

শিরোনামে ফের উঠে এলেন নিতা আম্বানি, ধন কুবের মুকেশ আম্বানির স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকতেই তিনি ভালোবাসেন। তার জনপ্রিয়তা বলা চলে যে কোন অভিনেতা-অভিনেত্রীর থেকেও কোন অংশে কম নয়। তাঁর পড়া পোশাক থেকে শুরু করে ব্যবহৃত নানান জিনিস সোশ্যাল মিডিয়া ভাইরাল হন।

নিজের জন্য কোটি কোটি টাকা খরচা করে থাকেন নীতা আম্বানি একথা আমরা এর আগেও জেনেছি। তাঁর ব্যবহৃত ব্যাগ যা নাকি কুমিরের চামড়া দিয়ে তৈরি সেই ব্যাগের দাম ২ কোটি ৬ লাখ টাকা। এমনকি সেই ব্যাগ ২০১৭ সালে নিলামেও ওঠে।

সম্প্রতি সামনে এসেছে তাঁর চা খাওয়া কাপের দাম। জাপানের একটি ঐতিহ্যবাহী বাসনের দোকান থেকে তিনি কাপ কিনেছেন সেটির দাম প্রায় ৩ লাখ টাকা। গোটা সেটটি কিনতে তাঁর খরচ হয়েছে দেড় কোটি টাকা। এত বহু মূল্যবান কাপে রয়েছে ২২ ক্যারেটের সোনা ও প্লাটিনাম।

আরো খবর: কি অবস্থা অনুব্রত কন্যার, ED-কে কি বললেন সুকন্যা?

তিনি এ সমস্ত জিনিসের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। তবে এবারে জানবো তাঁর বিয়ের আগের জীবনের কিছু কথা যখন তিনি একজন শিক্ষিকা ছিলেন। একটি স্কুলে চাকরি করতেন নীতা আম্বানি। আর পাঁচজন সাধারণের মতন জীবন যাপন করতেন তিনি।

তারপরেই তাঁর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধন কুবের রিলায়েন্স কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানির সাথে। সাত পাকে বাঁধা পড়তেই তাঁর ভাগ্য নিমেষে পরিবর্তন হয় তা আমাদের আর বলে বোঝানো প্রয়োজন নেই।

যে কারণে তিনি নিজের বিলাসবহুল জীবনযাপন করার জন্য কোটি কোটি টাকা নিমেষে খরচ করতে পারেন তা নিয়ে তাঁর বিন্দুমাত্র দ্বিধাবোধ হয় না। আর তাঁর এই সমস্ত খবর শুনে অনেকেই হয়তো ভিরমি খেয়ে পড়েন।