সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা অনুব্রত কন্যার, ED-কে কি বললেন সুকন্যা?

বাবার পরে এবার গ্রেফতার হলেন কন্যা। বাংলার রাজ্য রাজনীতির এই কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার প্রায় ৯ মাস পর ইডির হাতে গ্রেফতার হলেন তার কন্যা সুকন্যা মণ্ডল।

গত বুধবার দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাকে। জিজ্ঞাসাবাদে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।তাই তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকেই তিনি রয়েছেন শ্রীঘরে।

গত ৭ মার্চ তাকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যায় ইডি। তখন থেকে দিল্লির তিহাড় জেলেই থাকতে হচ্ছে ‘বীরভূমের বাঘ’কে।

আরো খবর: “টাইম ব’ম্ব” প্রযুক্তিকে কা’জে লাগালেন গুয়াহাটির IIT-র গবেষকরা, সহযোগিতা করবে চিকিৎসা ক্ষেত্রে

দিল্লি হাইকোর্টে বার বার জামিনের আবেদন করেছেন অনুব্রতর আইনজীবী।কিন্তু আখেরে কোনো লাভ হচ্ছে না। বিচারপতি দীনেশ শর্মা জানিয়েছেন আগামী ২৭ জুলাই অনুব্রতর জামিনের আবেদনের ফের শুনানি হবে।বিচারপতি জানিয়েছেন,”অনুব্রত যে কারণে জামিন চাইছেন তা যথাযথ নয়। ”

গরুপাচার মামলা এবং এত বিপুল সম্পত্তির হিসেব চেয়ে সুকন্যাকে দফায় দফায় জেরা করছেন ইডি আধিকারিকরা।এইসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কান্নায় ভেঙে পড়েন সুকন্যা।

ইডি অফিসারদের উদ্দেশে তিনি বলেন, ”‌আমি কিছু জানিনা। ব্যবসা সংক্রান্ত কোনও খবর আমি দিতে পারব না। আমি বাবার সঙ্গে কথা বলতে চাই।” সূত্রে খবর, কোথা থেকে এলো অনুব্রত ও সুকন্যার এত সম্পত্তি, সে বিষয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি।