সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ বাজার খুলতেই টা’কা’র দা’মে সর্বকালীন প’ত’ন

বিদেশি সংস্থাগুলি ভারতের বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে। মূল্যবৃদ্ধি পৌঁছে গিয়েছে চরম সীমায়।সেই পরিস্থিতিতে ফের একবার স্রবকালীন ধস নামল টাকার দরে । মঙ্গলবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম ৭৭ টাকা ৭৪ পয়সায় গিয়ে ঠেকেছে।

টাকা এর আগে কখনও এত নীচে নামেনি। ফলে নতুন করে সুদবৃদ্ধির আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। একই সঙ্গে একনাগাড়ে টাকার দাম পড়ায় সিঁদুরে মেঘ অর্থনীতির আকাশে।

তাঁদের মতে, এর ফলে অপরিশোধিত তেল এবং কাঁচামাল আমদানির খরচ আরও বাড়বে। তার জেরে মূল্যবৃদ্ধির ফাঁস আরও শক্ত হয়ে বসবে আম আদমির গলায়।

আরো পড়ুন: অরুণাচল সীমান্তের কাছাকাছি চীন তাদের ক’র্ম’কা’ন্ড চা’লি’য়ে যাচ্ছে এখনো! কি বললো ইন্ডিয়ান আর্মি?

এর আগে, শুক্রবার বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৭৭ টাকা ৪৫ পয়সা। সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিদেশি মুদ্রা বিনিময় বাজার বন্ধ ছিল। মার্চ মাসেই সর্বপ্রথম ডলার প্রতি টাকার দাম ৭৭ টাকায় পৌঁছয়।

বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি তুলে নিতে শুরু করায়, এই মুহূর্তে দেশীয় বাজারে নগদের জোগানের দিকেই তাকিয়ে ব্যবসায়ী মহল। অন্য দিকে, বম্বে স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারই নথিভুক্ত হয়েছে ভারতীয় জীবন বিমা।

এলআইসি আইপিও-র জন্য এর আগে শেয়ার প্রতি দর রাখা হয়েছিল ৯৪৯ টাকা। মঙ্গলবার ৮.৬২ শতাংশ ছাড় দিয়ে, তা কমিয়ে করা হয়েছে ৮৬৭ টাকা ৩০ পয়সা।