সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অরুণাচল সীমান্তের কাছাকাছি চীন তাদের ক’র্ম’কা’ন্ড চা’লি’য়ে যাচ্ছে এখনো! কি বললো ইন্ডিয়ান আর্মি?

২০২০ সালের মে মাসের থেকে ভারত চীন সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। কোনমতেই দুই দেশের সম্পর্ক যেন আর জোড়া লাগছে না। ইতিমধ্যে বহুবার আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা দূর করার চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত ঘটেছিল সেখানে ভারতীয় সেনার শহীদ হওয়ার খবর এখনও আমাদের মনে দাগ কেটে রয়েছে। সেই ঘটনা ভোলা সম্ভব নয়।

তবে এর পরে কিছুটা হলেও সীমান্ত নিয়ন্ত্রণে আসলেও, ভারত এখন চীনের ওপর কড়া নজর রাখছে। কিন্তু এর মধ্যেই ফের তাদের কাজ শুরু করেছে অরুণাচল প্রদেশের সীমান্তে। যেটা নিয়ে ফের কপালে ভাঁজ পরেছে দিল্লির।

আরো পড়ুন: ভারত রপ্তানি বন্ধ করতে ইউরোপে গমের দা’ম লা’ফি’য়ে লা’ফি’য়ে বাড়ছে!

চীন অনেক আগে থেকেই বলে আসছে অরুণাচল নাকি চীনের অংশ, ভারতের অংশ বলে তারা সেটাকে ধরেই না। এইসব কথার মাঝেই চীনের এই ধরণের কর্মকান্ড সত্যিই আবার সংঘাতের দিনগুলোর কথা মনে করাচ্ছে।

অরুণাচল প্রদেশের চীনের এই কর্মকাণ্ড নিয়ে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কমান্ডার ইন চিফ জেনারেল আর পি কালিতা জানিয়েছেন, অরুণাচল সীমান্তসংলগ্ন এলাকায় চীন যে সমস্ত কাজকর্ম করছে তারা সেটা দুইভাবে কাজে লাগাতে পারে।

যদি লক্ষ্য করা যায় তিব্বতের প্রকৃত সীমান্ত রেখা জুড়ে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। বিশেষ করে রেলপথ রাস্তাঘাট বিমান সংযোগের উন্নতি ঘটাচ্ছে তারা। মোটকথা একটি পরিস্থিতিতে যাতে প্রচুর পরিমাণে সেনা, কম সময়ের মধ্যে একত্রিত হতে পারে সেই ব্যবস্হা করছে তারা।

তবে ভারতও এই ক্ষেত্রে পিছিয়ে নেই, ভারত ও রীতিমতো উন্নয়ন কার্য করে চলেছে সীমান্ত রেখা বরাবর। আমাদের সমস্ত কিছুর ওপর এই সঠিক নজর রয়েছে, যাতে ঠিক সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।