সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫০০ টাকার এই নোটগুলো আ’র ব্যবহারযোগ্য নয়, ব’ড়ো সি’দ্ধা’ন্ত রিজার্ভ ব্যাংকের

বর্তমান কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। যারা কর ফাঁকি দিচ্ছে ও জাল নোট তৈরি করছে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সেখানেই থেমে থাকে নি সরকার এইসব অসাধু ব্যক্তিদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে তারা, যার সঙ্গ দিচ্ছে rbi নিজেও।

সম্প্রতি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরও একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হল, আমরা যে নতুন ৫০০ টাকা ব্যবহার করে থাকি তার বিষয়েই আরবিআই তরফ থেকে একপ্রকার নির্দেশিকা জারি করা হলো। যখন আপনি ৫০০ টাকা বেছে নেবেন তখন আপনাকে কয়েকটি শর্ত দেখে নিতে হবে।

যদি সেই ধরনের শর্ত সবকটাই পালন হয় তাহলেই ৫০০ টাকার নোট গ্রহণ করবেন নয়তো না। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে মোট ১১ টি শর্ত সম্পর্কে বলা হয়েছে। আরবিআই জানিয়েছে সমস্ত ব্যাংকে যে নোট বাছাইয়ের মেশিন রয়েছে সেগুলি প্রতি তিন মাস অন্তর অন্তর নির্ভুলতার ও স্থিতিশীলতার জন্য পরীক্ষা করাতে।

আরো খবর: ভারতের “অপারেশন দোস্ত”, ভারতকে দু-হাত ভ’রে আশীর্বাদ করলেন তুরস্কের বাসিন্দারা

আর বি আই এর হিসেবে একটি ফিট নোট হল যেটা কখনোই জালি নয়, এবং সেই নোটকে আমরা একাধিকবার ব্যবহার করতে পারব সহজেই। কিন্তু একটি আনফিট নোট হল যেটা তার ভুল অবস্থানের জন্য একাধিকবার ব্যবহার করা যাবে না।

যদি নোটগুলি খুব নোংরা তবে সেগুলি অযোগ্য বলে বিবেচিত হয়। আর বি আই এর মতে ৫০০ টাকার আনফিট নোটের সংখ্যা অনেকটাই বেশি।

যার ফলে বহু সংখ্যায় ৫০০ টাকার নোট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক বার নোটকে দীর্ঘ ব্যবহার করার কারণ নোট লুজ বা ঢিলে পড়তে হয়। নোটে কোন একটি গ্রাফিক পরিবর্তন আনফিট নোট মানা হয়।