সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের “অপারেশন দোস্ত”, ভারতকে দু-হাত ভ’রে আশীর্বাদ করলেন তুরস্কের বাসিন্দারা

গত ৬ ফেব্রুয়ারি , রিখটার স্কেলে ৭.৮ মাত্রায় হওয়া ভুমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পরে তুর্কি ও সিরিয়ার বাড়ি গুলি। রাস্তাঘাট পরিণত হয় কংক্রিটের স্তুপে। তুর্কিতেপ্রাণ হারায় প্রায় ৪১ হাজার মানুষ এবং সিরিয়াতে প্রায় ৬ হাজার মানুষ।আহতের সংখ্যা লক্ষাধিক।

একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে ১০ টি শহর । রক্তে ভেসে গিয়েছিল চারিপাশ। এখনও শুধু শোনা যায় স্বজন হারানোর আর্তনাদ ।এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে দেশ দুটিকে বের করে আনতে গোটা বিশ্ব তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।

ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে খাবার , বস্ত্র , জল , ওষুধ, পানীয় ইত্যাদি । আমাদের ভারতও তাঁদের সাহায্যের জন্য পাঠিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর(NDRF) দল। অপারেশনটির নাম দেওয়া হয়েছিল’অপারেশন দোস্ত’।

আরো খবর: বদ্রিনাথ হাইওয়েতে বি’রা’ট ফা’ট’ল, পুরানো ফা’ট’ল চওড়া হ’চ্ছে আরো!

ভারতের ১১০ সদস্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মিলে কার্যত অসাধ্য সাধন করেছে তুরস্ক ও সিরিয়ার লোকদের উদ্ধার কাজে।তাদের তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে অনেককে প্রাণে বাঁচানো গেছে।

এছাড়াও মোট ৭ কোটি টাকার ত্রাণসাহায্য পাঠিয়েছে ভারত। স্থানীয়রা বলছেন, ”ঈশ্বর আশীর্বাদ করুন ভারতকে, অনেক ধন্যবাদ বিপদের দিনে আমাদের সাহায্য করার জন্য।”