সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বদ্রিনাথ হাইওয়েতে বি’রা’ট ফা’ট’ল, পুরানো ফা’ট’ল চওড়া হ’চ্ছে আরো!

শনিবার,শিব রাত্রির দিনই পূর্নার্থীদের উদ্দেশ্যে এক সুখবর দেয় উত্তরাখণ্ড সরকার।তাদের ঘোষণা অনুযায়ী, চারধাম যাত্রার অনলাইন পোর্টাল খুলবে আগামী ২৭ এপ্রিল থেকে। কেদারনাথের তীর্থযাত্রা শুরু হবে ২৫ এপ্রিল। সূত্র খবর,গত বছরের চারধাম যাত্রায় ৪৩ লাখ ভক্তের সমাগম হয় যেখানে কেদারনাথেই ১৫,৬১,৮৮২ ভক্তরা এসেছিল।

বদ্রীনাথে তীর্থযাত্রীর সংখ্যা ছিল ১৭ লক্ষেরও বেশি। কিন্তু এই ঘোষণার পরেই চিন্তার ভাঁজ জমেছে স্থানীয়দের কপালে।এর কারণ বদ্রিনাথের রাস্তার দুরবস্থা। স্থানীয়েরা জানিয়েছেন,জোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়েতে নতুন করে অন্তত ১০টি ফাটল দেখা গিয়েছে।

তীর্থযাত্রা শুরু হলে ফাটল গুলি আরও চওড়া হয়ে রাস্তা বসে যেতে পারে,বা ধসে যেতে পারে।ফলে এক মর্মান্তিক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অবিলম্বে এই ক্ষতিগ্রস্ত অংশগুলি পর্যবেক্ষণ ও মেরামতের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরো খবর: দিদির পথেই তিন বোন, চিনে নিন উর্ফির বোনদের, কি করেন তারা?

উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কেদারনাথ,বদ্রিনাথ সহ চার ধাম হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান, যা দেখতে লাখোপূর্নার্থী ভিড় জমান এই পবিত্র স্থানে।

এগুলি ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। তীব্র তুষারপাতের কারণে মন্দিরগুলি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে।