সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“টাইম ব’ম্ব” প্রযুক্তিকে কা’জে লাগালেন গুয়াহাটির IIT-র গবেষকরা, সহযোগিতা করবে চিকিৎসা ক্ষেত্রে

চিকিৎসা ক্ষেত্রে এক অভূতপূর্ব আবিষ্কার করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির (IIT Guwahati) গবেষকরা। অধ্যাপক উত্তম মান্নার নেতৃত্বে একটি গবেষকদল এই বিষয়ে অনেকদিন ধরেই রিসার্চ চালিয়ে আসছিলেন। এবার তাদের হাতে এলো সাফল্য।

সাধারণত চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ট্যাবলেট, সিরাপ সহ নানারকম ওষুধ। কিন্তু এবার আবিষ্কৃত হল ‘টাইম বম্ব ‘ প্রযুক্তি।ন্যানোক্লে ও তরল মার্বেল ব্যাবহার করা হয়েছে এই প্রযুক্তিতে।

এই টাইম বম্ব ব্যাবহার করে একবারে গ্রহণ করা ওষুধ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় ব্যাবধানে শরীরে প্রয়োগ করা যাবে। ওষুধের যে অংশ,যতটা প্রয়োজন ঠিক ততটাই নেওয়া যাবে এই পদ্ধতিতে।

আরো খবর: প্রাথমিক TET-র সার্টিফিকেট প্রকাশিত হলো, ডাউনলোড করবেন কি করে?

তরল মার্বেল একটি নন-স্টিকিং, নন-ওয়েটিং ফোঁটা। এটি সূক্ষ্ম হাইড্রোফোবিক কণা অর্থাৎ জল-প্রতিরোধকারী কণা দিয়ে মোড়ানো থাকে। এই তরল মার্বেলগুলি পেঁচানো যায়, চেপে ফেলা এবং এগুলি জলের মধ্যেও ভাসতে পারে।

উত্তম মান্না জানিয়েছেন, “এই প্রযুক্তিতে, কত ক্ষণ পরে ওষুধ শরীরে গুলে যাবে ,সেটি নিয়ন্ত্রণ করা যায়। ‘টাইম বোমা’তে যেমন আগে থেকেই সময় নির্ধারণ করা যাবে, এটাও ঠিক সেই রকম।” Advanced Functional Materials এ এইবিষয়ে একটি পূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এই গবেষণার জন্য অর্থ সাহায্য দিয়েছে Ministry of Electronics এবং Information Technology -এর Science and Engineering Research Board এবং বায়োটেকনোলজি বিভাগ।