সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাথমিক TET-র সার্টিফিকেট প্রকাশিত হলো, ডাউনলোড করবেন কি করে?

প্রকাশিত হলো ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের শংসাপত্র বা সার্টিফিকেট। www.wbbpe.org বা wbbprimaryeducation.org থেকে এই শংসাপত্র বা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে।

২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষাটি হয়েছিল। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এই পরীক্ষার রেজাল্ট। তবে ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এখনই।

নিয়োগ দুর্নীতিতে বহিষ্কৃত শিক্ষকদের শূন্য স্থানে এখনও পূরণ করা যায়নি। সেই নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, ইন্টারিউয়ের প্রক্রিয়া শুরু হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আরো খবর: খুবই কি দু’শ্চি’ন্তা করেন আপনি? রক্ত পরীক্ষাতেই মি’ল’বে উত্তর

যেভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে তা দেখে নিন। প্রথমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org-এ যান।

এরপর ‘Teacher Eligibility Test, 2022 (TET-2022)’-তে ক্লিক করুন।

এরপর, ‘TET-2022 CERTIFICATE – DOWNLOAD’-তে ক্লিক করুন।

এরপর, ‘Download Certificate’-র নীচে ‘Registration No’ এবং ‘DOB’ দিন এবং ‘Download Your Certificate’-তে ক্লিক করুন।

এরপরেই আপনার টেট সার্টিফিকেটের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।