সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুবই কি দু’শ্চি’ন্তা করেন আপনি? রক্ত পরীক্ষাতেই মি’ল’বে উত্তর

রোজকার একঘেয়ে জীবন যাপন করতে করতে হাপিয়ে ওঠে অনেকে। বিষাদ – হতাশা – অবসাদ গ্রাস করে ধীরে ধীরে। আত্মহত্যার পথ বেছে নিতেও দেখা গেছে অনেককে। অনেকে আবার খুব দুশ্চিন্তা করেন। এগুলি প্রকৃতপক্ষে একধরনের মানসিক ব্যাধি।

আপনি নিজে থেকে না বললে কেউ এইসব ব্যাপারে জানতে পারবে না। কোন পরীক্ষার মাধ্যমেই এতদিন নির্ণয় করা যেত না, যে কারো এই রোগ রয়েছে কিনা অথবা থাকলেও রোগটি কতটা ভয়ঙ্কর!

কিন্তু পথ দেখালো ইন্ডিয়ানা স্কুল অফ মেডিসিন ইউনিভার্সিটির একদল গবেষক। তারা জানিয়েছে শুধুমাত্র রক্ত পরীক্ষায় বায়োমার্কার ব্যবহার করে হতাশা এবং দুশ্চিন্তা নির্ধারণ করা সম্ভব।

আরো খবর: এবার অক্সজিনের স’ন্ধা’ন পাওয়া গেলো চাঁদের মাটিতে, তবে কি গড়ে উ’ঠ’বে বসতি?

ভবিষ্যতে আপনার দুশ্চিন্তা কতটা প্রবল হবে অথবা কমে যাবে তাও নির্ণয় করা যাবে। এই ধরনের রোগে মানসিক এবং শারীরিক (হরমোনের অস্বাভাবিকত্ব) সমস্যা কতটা বাড়ছে তা এই রক্তপরীক্ষার মাধ্যমে জানা যাবে।

একজন মানু্ষের দুশ্চিন্তার লেভেল কতটা, এথেকে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে সেটা বোঝা সম্ভব। এইসব রিপোর্টার ওপর ভিত্তি করেই এখন থেকে রোগের চিকিৎসা করতে পারবেন চিকিৎসকরা।