সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাসি কিছুতেই থা’ম’ছে না, বি’র’ল অসুখ কিশোরের, ক’রা হলো রোবোটিক অ’স্ত্রো’প’চা’র

হাসি হলো একধরনের মুখমণ্ডলীয় বহিঃপ্রকাশ।সাধারণত মুখের নমনীয় পেশীকে দু’পাশে প্রসারিত করার মাধ্যমে হাসির পরিস্ফুটন ঘটে।আবার চোখের মাধ্যমেও হাসির বহিঃপ্রকাশ ফুটে উঠতে পারে। মানুষের হাসি আনন্দ, সুখ, বা মজা পাওয়ার বহির্প্রকাশ। কিন্তু এই হাসির কারণেই বিপাকে পড়েছিল ১২ বছরর কিশোর!

তার লাগামছাড়া হাসির দমকে যেমন সে নিজেও কষ্ট পাচ্ছিল, তেমনই বন্ধুবান্ধব, প্রতিবেশীরাও বিরক্ত হচ্ছিল। নিজের ইচ্ছের বিরুদ্ধে মাতালের মতো হাসতে হতো তাকে।সঙ্গে যোগ হতো ভয়ংকর কাঁপুনি ও খিঁচুনি।

সূত্রে খবর ,জিলাস্টিক এপিলেপ্টিক সিজার (Gelastic Epileptic Seizures) নামের স্নায়ুর অসুখে আক্রান্ত ছিল সুজয়(নাম পরিবর্তিত) যা আসলে মৃগী রোগের একটি ধরন।ব্রেন টিউমারের কারণে জিলাস্টিক সিজারে আক্রান্ত হয়েছে সে।এমআরআই-তে ছোট ব্রেন টিউমার ধরা পড়েছে।

আরো খবর: নিজের Android App এবার নিজেই বে’ছে নিন, নয়া নি’য়’ম আসছে

ছোট থেকেই অপ্রয়োজীয় ও অতিরিক্ত হাসার কারণে অনেকবারই শাস্তির মুখে পড়তে হত তাকে। মনোবিদের পরামর্শও নিলেও কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে MRI পরীক্ষায় ধরা পড়ে কঠিন স্নায়ুর অসুখের কথা।

তাকে সুস্থ করতে কোচির অমৃতা অ্যাডভান্সড সেন্টার ফর এপিলেপ্সি-র নিউরোলজিস্ট ও এপিলেপ্সি স্পেশালিস্ট ডা. শিবে গোপিনাথ ব্রেন সার্জারি করেন এবং রোবোটিক সার্জারির মাধ্যমে টিউমার বের করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনটি সাকসেসফুল, তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।