সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের Android App এবার নিজেই বে’ছে নিন, নয়া নি’য়’ম আসছে

স্মার্ট ফোন বা মোবাইল ছাড়া আমরা আজ এক মুহুর্তও থাকতে পারিনা।ওই ক্ষুদ্র যন্ত্রেই আমরা আবদ্ধ হয়ে গেছি।নিত্য প্রয়োজনীয় অগণিত কাজ করি মোবাইল দিয়েই। সে হোক না কেনো অফিসের কোনো কাজ বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ, অনলাইনে সংসারের জিনিস থেকে রোজের বাজার।

সব কিছুর ওয়ান স্টপ সলিউশন ওই মোবাইল। স্মার্টফোনের কাজগুলো সাধারণত হয় একগুচ্ছ অ্যাপের মাধ্যমে। ইউজার ভেদে পরিবর্তিত হয় বিভিন্ন অ্যাপের চাহিদাও। মোবাইলে সাধারণত কিছু ইনবিল্ড অ্যাপ থাকে।

তাতে যেমন নিজের প্রয়োজনীয় অ্যাপ থাকে, তেমনই থেকে যায় বহু অবাঞ্ছিত অ্যাপও। অবাঞ্ছিত অ্যাপের কারণে অনেক সময়েই স্পেসের অভাব দেখা যায় মোবাইল। ফলে অনেকসময় প্রয়োজনীয় জিনিসপত্র ডিলিট করতে বাধ্য হই আমরা।

আরো খবর: এবার কুন্তলের মুখে আ’রো এক মহিলার নাম, প্র’কা’শ্যে পরিচয়

অথচ ডিলিট করতে পারি না অবাঞ্ছিত অ্যাপ গুলি। সাধারণ ইউজারদের এইসব সমস্যার কথা ভেবেই প্রতিবাদ জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (CCI)। সেই আন্দোলনের ফলেই ভারতে শেষপর্যন্ত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বড়সড় বদল আনতে চলেছে টেক জায়েন্ট সংস্থা গুগল।

সূত্রের খবর অনুযায়ী, গুগল মোবাইল সার্ভিসেরই অন্য একটি ভেরিয়েন্ট ব্যবহারের সুযোগ পাবেন ভারতীয় ইউজারেরা যেখানে গুগলের কোনও ইনবিল্ট অ্যাপই থাকবে না।বর্তমানে গুগল সার্চবার বা গুগলের প্লে-স্টোর আইকন হোমস্ক্রিনেই তাহলে।নতুন সার্ভিসে এইরকম কোনও বাধ্যবাধকতা থাকবে না ফোন সংস্থাগুলির।