সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শেষ হ’লো ট্রায়াল, নতুন “বন্দে ভারত ট্রেন” আগামী মাসের যাত্রা শু’রু করতে পা’রে!

বন্দে ভারত এক্সপ্রেস আর কিছুদিনের মধ্যেই ট্রায়াল শেষ করে আসল রুটে নামবে। এই বন্দে ভারত ট্রেন বুলেট ট্রেনকেও কিন্তু পেছনে ফেলে দিয়েছে। আর সেই কারণেই এক নতুন রেকর্ড গড়েছে এই ট্রেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল শুক্রবার জানিয়েছেন এই বন্দে ভারত এক্সপ্রেস যখন ট্রায়াল চালানো হয়েছে তখন ৫২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা গতি অর্জন করেছেন। আর এই ট্রেন একেবারে বুলেট ট্রেনের রেকর্ডও অনায়াসে ভেঙ্গে দিয়েছে।

ইতিমধ্যেই বন্দে ভারতের তৃতীয় ট্রায়াল শেষ হয়েছে। আর সেখানেই এইট্রেন গতি পেতে সময় নিয়েছে মাত্র ৫২ সেকেন্ড যেখানে বুলেট ট্রেন সময় নেয় ৫৪.৬ সেকেন্ড। বন্দে ভারত এক্সপ্রেস যখন ইতিবাচক দিক দেখাচ্ছে, সেই কারণেই এবার বন্দে ভারত ট্রেনকে একেবারে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। শেষ ট্রায়ালের পর রেল মন্ত্রী জানিয়েছেন ১৮০ কিমি প্রতি ঘন্টা স্পিডে দৌড়োনোর ক্ষমতা রাখে, যেটা আগের বন্দে ভারত থেকে ঘন্টায় ২০ কিমি বেশী।

নতুন বন্দে ভারত আগের তুলনায় অনেক বেশী আপডেটেড। ১৬ বগি সহ এই ট্রেনের ৫ টি বগিতে ইঞ্জিন বসানো হয়েছে, আসলে বন্দে ভারত ট্রেনে বসানো ২০ টি মোটর বুলেট ট্রেনের থেকে অনেকটাই বেশী কার্যকর। আর সেই কারণেই ঘন্টায় ১৮০ কিমি বেগে পথ পাড়ি দিতে প্রস্তুত। আগামীতে ২০২৫ সালে এই ট্রেনকে আরও বেশী আপডেট করে এর গতি ২৬০ কিমি প্রতি ঘন্টা বেগে চালানোর পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন: নিম্নচাপ ও কোটালের জো’ড়া ধা’ক্কা’য় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা, স’ত’র্ক’তা জা’রি উপকূল জু’ড়ে

আগামী কয়েকদিনের মধ্যেই নতুন বন্দে ভারত ট্রেন আমেদাবাদ মুম্বাই রুটে চালানো হবে। আগের চেয়ে নতুন বন্দে এক্সপ্রেস অনেকটাই বেশী হালকা ও বেশী আরামদায়ক। গতকাল শুক্রবার রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়মিত উতপাদন করা হবে।প্রতি মাসে দু থেকে তিনটি ট্রেন যাতে উতপাদন করা যায় তার লক্ষ্যে এখন ভারতীয় রেল।