সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কুন্তলের মুখে আ’রো এক মহিলার নাম, প্র’কা’শ্যে পরিচয়

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED -র হাতে গ্রেফতার হওয়া হুগলির তৃণমূল যুবনেতা হলেন কুন্তল ঘোষ।তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন । প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তিনি।

ইডির জেরার মুখে তিনি স্বীকার করেন পার্থ চট্টোপাধ‌্যায়ের সঙ্গে তার যোগাযোগের কথা।তিনি জানিয়েছেন দফায়-দফায় কোটি-কোটি টাকা পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন।

এবার আদালত থেকে হাজিরা দিয়ে বেরিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন কুন্তল।তিনি জানিয়েছেন সব টাকা রয়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে।

আরো খবর: আ’য়ের সঙ্গে সম্পত্তির অমিল, অবসরপ্রাপ্ত বিচারপতির বি’রু’দ্ধে CBI-র মা’ম’লা

তবে সেই টাকা নিয়োগ দুর্নীতির কি না, তা খোলসা করেননি কুন্তল। এর আগেও একাধিকবার গোপাল ও তার স্ত্রীর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন কুন্তল। এছাড়া এই গোপালকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘ মাথা ‘ বলেও অভিহিত করেছে কুন্তল।