সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাফল্য পে’লো RBI, রেপো-রেট বাড়তেই টা’কা’র দ’রে ভা’রী পরিবর্তন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক দারুন মাষ্টার স্ট্রোক। আজ শনিবার নিজেদের আর্থিক কমিটির মধ্যে বৈঠকের পর ৫০ বেসিস পয়েন্টে রেপো রেট বৃদ্ধি করেছে আরবিআই।

দেশ জুড়ে মুদ্রাস্ফীতি আর তার বিরুদ্ধেই রেপো রেটকে প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছে আরবিয়াই। তবে শুধু মুদ্রাস্ফীতির ওপরেই এই দাওয়াই নয়, সাথে টাকার মূল্য ডলারের কাছে বাড়ানোর জন্যও এই দাওয়াই।

যেটা দারুন ভাবে কাজ করেছে। reporate বৃদ্ধির সিদ্ধান্তের সাথে সাথেই টাকার দরে পার্থক্য দেখা গেছে।রেপো রেট বৃদ্ধি করার আগে টাকার যে দর ছিল সেটার রেট বাড়ানোর পর দর বৃদ্ধি পায়।

আরো পড়ুন: গভীর রাতে খাদ্য দফতরে কি করছেন আধিকারিকরা? পরেশ যো’গ স’ন্দে’হ বিজেপির

রেপো রেট বৃদ্ধির আগে টাকার মূল্য ছিল ৭৯.৪৭ , কিন্তু আরবিআই রেপোরেট বৃদ্ধি করার পরেই টাকার দর দাড়িয়েছে ৭৯.২৪ টাকা। ২৩ পয়সা হ্রাস পেয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

টাকার দর তুলনামূলক বৃদ্ধি হওয়া মানে জ্বালানি কিনতে খরচ কম হবে সরকারের কিছুটা। তাছাড়া দেশজুড়ে মুদ্রাস্ফীতি কম থাকার সম্ভাবনাও রয়েছে। তাছাড়া আমদানিকৃত বিভিন্ন জিনিসের দাম কমতে পারে, সাথে ইলেকট্রনিক জিনিসের দাম কমার সম্ভাবনাও রয়েছে।