সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হ্যালোউইন কেন পা’ল’ন ক’রা হয়? এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ?

প্রত্যেক বছর ৩১ শে অক্টোবর পালিত হয় হ্যালোউইন উৎসব। বলতে গেলে আমরা বাঙালিরা কালীপুজোর আগের দিন যেমন ভূত চতুর্দশী পালন করি, ঠিক তেমনি পশ্চিমী দেশগুলিতে অক্টোবর পালিত হয় হ্যালোউইন পার্টি। এই উৎসবটি বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকায় পালিত হয়। এই দিনে ভয়ংকর পোশাক পড়ে ভূত সেজে উৎসবটি পালন করা হয়।

কিন্তু এই উৎসবটি মেনে চলার পিছনে কিন্তু রয়েছে কিছু আকর্ষণীয় তথ্য। এবার আসুন জেনে নেই সেই তথ্যগুলি কি কি। সাধারণত এই হ্যালো উইন উদযাপিত হয় জীবিত এবং মৃতের মধ্যে পার্থক্য চিহ্নিত করার জন্য হয়, যে এই দিনে মৃতের এবং জীবিতদের মধ্যে কোন সীমানা থাকে না। এই কারণেই বর্তমান সময়ে ভূতের পোশাক পড়ে, কুমড়ো খোদাই করে ভুতুড়ে গল্প বলা কিংবা ভৌতিক সিনেমা দেখা এই সমস্ত ক্রিয়া-কলাপ করে এরকম উৎসব পালন করা হয়।

তবে বর্তমানে শুধুমাত্র পশ্চিমী দেশ নয়, ভারতের মধ্যে অনেক জায়গাতেই এই পার্টি খুব ধুমধাম করে উদযাপন করা হয়। ৩১ শে অক্টোবর গোটা বিশ্বের খ্রিস্টানরা এই দিনটি পালন করেন পূর্বপুরুষদের স্মরণ করে। আসলে এই হ্যালো উইন্ড হলো samhain প্রাচীন কেল্টিক উৎসব, এটা ছিল আসলে ফসল কাটার একটি উৎসব।

জগদ্ধাত্রী পু’জো’র স’ম’য় এভাবে সিঁদুর পড়ান দেবীর থানে, কা’জে কোনো বা’ধা আ’স’বে না!

২০০০ বছর আগে কেল্টিক সম্প্রদায় এ প্রথম এসেছিল এবং তারা মরশুমের শেষে হ্যালোউইন পালিত করত। কেল্টিকরা যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, উত্তর ফ্রান্সের অঞ্চল গুলির অন্তর্গত তাদের বিশ্বাস ছিল যে হ্যালোউইনের সময় মৃত এবং জীবিতদের মধ্যে কোন সীমা থাকে না এবং আত্মারা সব জায়গায় কোন বাধা ছাড়াই চলাফেরা করতে পারে, অর্থাৎ জীবিতদের সঙ্গে মৃতদের মিলন ঘটে জাগতিক যা কিছু আছে সব কিছুই ভৌতিক হয়ে যায়।