Home আবহাওয়া উত্তরবঙ্গ জু’ড়ে ভা’রী বৃষ্টির সম্ভাবনা, অতিবর্ষণ কোন কোন জেলায় জেনে নিন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গ জু’ড়ে ভা’রী বৃষ্টির সম্ভাবনা, অতিবর্ষণ কোন কোন জেলায় জেনে নিন

জুন মাসে উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ে একাধিকবার বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে এবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কা কমে যাবে।

তবে জায়গায় জায়গায় ভারী, মাঝারি কিংবা হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার সারাদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। রাতেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে।

তবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: ট্রাক চালকের দা’বি তিনি এলিয়েনের স’ঙ্গে দে’খা করেছেন! তারা তাকে কয়েকবার কিডন্যাপ করেছে

আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে পার্বত্য এলাকাতে এবং সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে জেলাগুলির তাপমাত্রা বেড়ে গিয়েছিল। সেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আসবে বলে জানানো হয়েছে। জুলাই মাসের ১৯ তারিখ পর্যন্ত রাজ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে বৃষ্টির ঘাটতি থেকে গিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৬ শতাংশ। উত্তরবঙ্গে ৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।