সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা শহরের পুজোতে কী’সে ছাড় ও কী’সে নয়? স’ত’র্ক করলো লালবাজার

ইতিমধ্যেই পুজোতে ঠাকুর দেখার হিড়িক শুরু হয়ে গিয়েছে। কলকাতার রাস্তায় বাড়ছে উৎসাহী জনতার ভিড়। অথচ করণা মহামারীর প্রকোপ এখনো পুরোপুরি চলে যায়নি। তৃতীয় ধাপের আশঙ্কায় দিন গুনছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমতাবস্থায় করোনার মধ্যে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নিষেধাজ্ঞা বেঁধে দিয়েছে নবান্ন। কলকাতা বাসীকে সে সম্পর্কে সতর্ক করতে জোর প্রচার চালাচ্ছে লালবাজার থানা।

লালবাজার থানার তরফ থেকে প্রচারে জানানো হয়েছে এবার পুজো মণ্ডপ ফাঁকা রাখতে হবে। বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব মানতেই হবে। ছোট মন্ডপের ক্ষেত্রেও মেনে চলতে হবে পাঁচ মিটারের দূরত্ব। অষ্টমীর অঞ্জলী থেকে শুরু করে আরতি এবং সিঁদুর খেলার সময়েও দর্শনার্থীর সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে।

বড় মণ্ডপের ক্ষেত্রে একসময় ৪৫ জন এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে ১৫ জনের প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে। যাদের দুটো ভ্যাকসিন নেওয়া আছে তারাই একমাত্র পূজামণ্ডপে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। প্রত্যেকের টিকাকরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে পুলিশের উপর। পাশাপাশি পূজামণ্ডপে যাতে ভিড় না হয় তাও দেখবে পুলিশ।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শহরের বিভিন্ন প্রান্তে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সব জায়গাতে নির্দিষ্ট নিয়ম মেনে পূজার্চনা হচ্ছে কিনা তা দেখার জন্য কলকাতায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ট্রাফিক পরিচালনার ক্ষেত্রেও এবার বড় ভূমিকা নেবে লালবাজার।